সোমবার ● ২৬ জুন ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে রথযাত্রা উৎসব উদযাপন
রাউজানে রথযাত্রা উৎসব উদযাপন
রাউজান (উত্তর) প্রতিনিধি :: (১২আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১.২২মি.) চট্টগ্রাম জেলার রাউজান উপজেলায় বিপুল উৎসাহ উদ্দীপনা ও হাজারো ভক্তের জয় জগন্নাথ জয়ধ্বনিতে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ২৫ জুন রবিবার সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হয় রথ যাত্রার অনুষ্ঠান।
অনুষ্ঠানে মধ্যে ছিলো হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, মহাপ্রসাদ বিতরণ, পদাবলী কীর্তন, আরতি কীর্তন ও আলোচনা সভা।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ইশ্বর। তাই জগন্নাথ হচ্ছে জগতের ইশ্বর। তাঁর অনুগ্রহ পেলে মানুষের মুক্তি লাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথ যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
এ উপলক্ষে রাউজান উপজেলার সুলতানপুর জগন্নাথ মন্দির হতে হতে রথযাত্রা শুরু হয়ে বরপোল এলাকায় গিয়ে শেষ হয় সুলতানপুর শ্রী শ্রী জগন্নাথ বিগ্রহ মন্দিরের শুভ রথযাত্রা অনুষ্টান ।
সার্বিক ভাবে সহযোগীতা করার জন্যে পূজা কমিটির পক্ষ থেকে স্থানীয় সংসদ সদস্য,রাউজন উপজেলা প্রশাসন, রাউজান থানার পুলিশ প্রশাসন ও উপজেলা পূজা উদযাপন পরিষদ এর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।