সোমবার ● ২৬ জুন ২০১৭
প্রথম পাতা » কৃষি » ঈদে দিন আলীকদমে শোকের মাতম : সড়ক দুর্ঘটনা নিহত-৪ আহত-৪০
ঈদে দিন আলীকদমে শোকের মাতম : সড়ক দুর্ঘটনা নিহত-৪ আহত-৪০
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (১২আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.৫৮ মি.) ঈদের দিনে মায়ের কাছে ৫শ টাকা চেয়েছিল আকাশ। মা তার হাতে তুলে দিল দুশ টাকা। অভিমান করে মাকে বলল আমাকে ৫শ টাকা না দিলে আমি আর আসবোনা। কিন্তু মা কি জানতো যে, ছেলে তিনশ টাকার জন্য অভিমান করে মায়ের নাড়ি ছেড়ে বাঁধন ছেলে চিরতরে চলে যাবে না ফেরার দেশে ?
ঈদের দিনে বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছিল জাহিদ, সরোয়ার, আকাশ সহ প্রায় ১০/১৫ জনের অনুর্দ্ধ ১৫ এই কিশোরের দল। কিন্তু নিয়তি ওদের জন্য কাল হয়ে দাড়ালো। কেউ ফিরল পঙ্গু হয়ে আর কেউ চির তরে বাবা মায়ের কোল খালি করে চলে গেলে অচিন্তপুর। সোমবার বেলা এগারটার পর চাকরিয়ার হাসপাতালগুলোতে সন্তান হারা বাবা-মা আর স্বজনদের আহাজারিতে প্রকম্পিত হয়ে উঠলো আকাশ বাতাস।
বান্দরবানের আলীকদম-ফাসিয়াখালি সড়কের মিরিঞ্জা পর্যটন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘনায় ঘটনা স্থলেই প্রাণ গেল ২ জনের। চকরিয়া সিটি হাসপাতালে নেওয়ার পর আরো একজন। এই সংবাদ লিখা পর্যন্ত চকরিয়া সিটি হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজে রেফার করা আরো এক জনের প্রাণ গেল মাঝ পথেই। তবে তার নাম ঠিকানা জানা যায়নি। এই নিয়ে মোট চার জন নিহতের খবর পাওয়া গেছে। নিহত অন্যান্যরা হলেন আলীকদম পান বাজার এলাকার মোজাম্মেল হকের ছেলে মো. আকাশ (১৫), নয়াপাড়া মো. শফির ছেলে মো. সরোয়ার (১৫) এবং একই এলাকার আব্দুর রহমানের ছেলে মো. জাহেদুল ইসলাম (১৫)।
এছাড়াও আশঙ্কা জনক অবস্থায় আছে আরো ৩ জন, চকরিয়া সিটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন কক্সবাজার সরকারী হাসপাতালে রয়েছে দুই জন। এছাড়াও আরো আট দশ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিজ নিজ বাড়িতে পাঠানো হয়েছে ১০/১৫ জনকে।
২৬ জুন সোমবার বেলা এগারটায় আলীকদম থেকে চকরিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি জীপ নিয়ন্ত্রন হারালে আলীকদম-ফাসিয়াখালি সড়কের মিরিঞ্জা পর্যটন এলাকা এই দুর্ঘটানা ঘটে। এসময় নিয়ন্ত্রন হারানো গাড়িটি কোন উপায় না দেখে একটি গাছের সাথে গাড়িটির ধাক্কা লাগালে গাড়ির ছাদে এবং ডানে বায়ে ঝুলো থাকা কিশোরের দল ছিটকে পড়ে যায় পাহাড় চুড়া থেকে প্রায় দুশ গজ নিয়ে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে চকরিয়ার বিভিন্ন হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন। ওসি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান আলীকদম থেকে ছেড়ে আসা নং- ঢাকা-ল ২১২ জীপ (চান্দের গাড়ি) গাড়িটিতে কমপক্ষে ৫০ জন যাত্রী বোঝাই ছিল। পথে মিরিঞ্জায় পর্যটন এলাকায় এসে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়।
উল্যেখ্য গত ১৩ মে অন্য একটি চাঁদের গাড়ি নিয়ন্ত্রন জারিয়ে আলীকদম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার রোকসানা সহ বেশ কয়েক জন গুরুতর আহত হয়। তার সপ্তাহ খানেক পর একই স্থানে অন্য একটি চাঁদের গাড়ি দুর্ঘটনায় পতিত হলে চকরিয়ার জৈনক কুতুব উদ্দিন সওদাগর গুরুতর আহত হন।