মঙ্গলবার ● ২৭ জুন ২০১৭
প্রথম পাতা » পাবনা » ঈশ্বরদীতে তিন দলের ১১ সম্ভাব্য এমপি প্রার্থীর ঈদে গণসংযোগ
ঈশ্বরদীতে তিন দলের ১১ সম্ভাব্য এমপি প্রার্থীর ঈদে গণসংযোগ
ঈশ্বরদী প্রতিনিধি :: (১৩আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ১.১৪মি.)পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের আওয়ামীলীগ,বিএনপি ও জাসদের সম্ভাব্য এমপি প্রার্থীরা জাতীয় সংসদ নির্বাচনের বিষয়কে মাথায় রেখে এবার ভিন্ন কায়দায় ঈদ উদযাপন করেছেন। সকল দলের সম্ভাব্য সকল প্রার্থীই ঈদ উপলক্ষে নির্বাচনী এলাকায় নানা কৌশলে গণ সংযোগ ও কুশল বিনিময় করেছেন। আওয়ামীলীগ থেকে চারবার নির্বাচিত এমপি ও ভুমিমন্ত্রী শামসুর রহমান শরীফ নানা অনুষ্ঠানে অংশ নিয়েছেন। তিনি সরকারী অনুষ্ঠানে অংশ নিয়ে গরীব দুস্থদের মাঝে খাদ্য বিতরণ করেন। ২৬ জুন সোমবার ঈদের দিন তিনি প্রতিবারের ন্যায় তাঁর নিজ গ্রাম লক্ষিকুন্ডায় ঈদের নামাজে অংশ নেন। সাবেক ছাত্রলীগ নেতা ও সুপ্রিমকোর্টের আইনজীবি নেতা এ্যাড.রবিউল আলম বুদু প্রতিবারের ন্যায় এবারও নিজ গ্রাম সাহাপুরে ঈদের নামাজ আদায় করেন। অন্যান্য বারের তুলনায় তিনি এবার ঈদের কয়েকদিন আগেই ঈশ্বরদীতে আসেন। ঈশ্বরদী-আটঘরিয়ায় চটকদার পোস্টার লাগিয়ে,ইফতার মাহফিলের আয়োজন করে এবং বিভিন্ন স্থানীয় পত্রিকায় ঈদের শুভেচ্ছা দিয়ে দলীয় ও সাধারণ মানুষকে আসন্ন নির্বাচনের তিনি সম্ভাব্য প্রার্থী তা বুঝিয়ে দেন। সম্ভাব্য প্রার্থী ,আওয়ামীলীগ নেতা ও শিল্পপতি প্রকৌঃ আব্দুল আলিম পাবনাতে ইফতার মাহফিলের আয়োজন ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় শুভেচ্ছা দিয়ে মানুষকে জানানোর চেষ্টা করেছেন। তিনি তাঁর নিজ গ্রাম দাশুড়িয়ার জোতগাজি গ্রামে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি আটঘরিয়ার ৫/৬ অনুষ্ঠানে অংশ নেন। অর্থশালী এ ব্যক্তির এলাকায় ও কেন্দ্রিয় নেতাদের মধ্যে অবস্থান মজবুত বলে জানাগেছে। ঈশ্বরদীর ফকির বাড়ির সন্তান,সাবেক ছাত্রলীগ ও পাবনা জেলা আওয়ামীলীগ নেতা ব্যারিস্টার সৈয়দ আলী জিরু তাঁর মায়ের অসুস্থতার কারণে ঢাকায় ঈদ করলেও পত্র পত্রিকায় ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈশ্বরদী-আটগরিয়ার মানুষের মধ্যে থাকার চেষ্টা করেছেন। স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় নেতা রফিকুল ইসলাম লিটন বিভিন্ন পত্রিকায় শুভেচ্ছা দিয়েছেন, জাতীয় পার্টি থেকে আসা সাবেক এমপি পাঞাব আলী বিশ্বাস তাঁর নিজ গ্রামে ঈদের নামাজ পড়েছেন। বিএনপির সম্ভাব্য প্রার্থী ,কেন্দ্রিীয় নেতা ও সাবেক এমপি সিরাজুল ইসলাম সরদার সারা বছর এলাকাতেই থাকেন। তিনি কয়েকটি বড় মাপের ইফতার পার্টিতে অংশ গ্রহণ ও বক্তব্য দিয়ে দলীয় ও সাধারণ মানুষকে বুঝিয়ে দিয়েছেন যে,তিনি নির্বাচনী মাঠে রয়েছেন। দলের মধ্যে তার অবস্থান ভাল বলেই উপজেলা বিএনপির একাধিক নেতা জানান। তিনি বাঘইল কেন্দ্রিয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন। বিএনপি নেতা ও শিল্পপতি আকরাম আলী খান সঞ্জু ঈদের আগেই ঢাকা থেকে পাকশীর বাড়িতে এসে সাংবাদিকদের সাথে মত বিনিময় এবং ইফতার মাহফিলের আয়োজন করেন।পত্রিকায় শুভেচ্ছা দিয়ে দলীয় ও সাধারণ মানুষকে জানিয়ে দেন যে সিনিয়র নেতারা চাইলে তিনি নির্বাচনে অংশ নিবেন। তিনি তাঁর বাবার নামের বাঘইলস্থ মরহুম ওহায়েদ আলী খান প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজ আদায় করেন। উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথারও ইচ্ছা রয়েছে নির্বাচন করার। তিনি দাশুড়িয়ায় ঈদের নামাজ পড়েন। বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও কেন্দ্রিয় নেতা হাবিবুর রহমান হাবিব বিভিন্ন পত্রিকার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি তাঁর নিজ গ্রাম সাহাপুরে ঈদের জামাতে নামাজ আদায় করেন। জাসদের পাবনা জেলা সেক্রেটারী রশিদুল আলম বাবুর নামও শোনা যাচ্ছে সম্ভাব্য প্রার্থী হিসাবে। তিনি ঈশ্বরদী কেন্দ্রিীয় ঈদগাহ ময়দানে নামাজ পড়েন।
ভুমিমনত্রীসহ আওয়ামীলীগের অন্যান্য কেন্দ্রিয় নেতা,বিএনপির কেন্দ্রীয় নেতা ও স্থানীয় সম্ভাব্য প্রার্থীদের সাধারণ মানুষের সাথে এবারের কুশল বিনিময় ছিল ভিন্ন রকম। নানাভাবে বিভিন্ন স্থানে ইফতার মাহফিলের আয়োজন ও অংশ গ্রহণ এবং পত্রিকার মাধ্যমে শুভেচ্ছা বিনিময় ঈশ্বরদী-আটঘরিয়াবাসীকে আকৃষ্ট করেছে।