মঙ্গলবার ● ২৭ জুন ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রামের প্রধান ও জটিল সমস্যা হলো ভূমি সমস্যা : রাঙামাটিতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
পার্বত্য চট্টগ্রামের প্রধান ও জটিল সমস্যা হলো ভূমি সমস্যা : রাঙামাটিতে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
ষ্টাফ রিপোর্টার :: (১৩আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ১.৪৪মি.) সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সমতল থেকে পার্বত্য চট্টগ্রামে অপরিকল্পিতভাবে মানুষ আনা হয়েছে। তাদের সাময়িকভাবে গুচ্ছগ্রামে রাখা হয়। তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়নি। ফলে তারা রুটিরুজির জন্য অবৈধভাবে বন উজাড় করে পাহাড় কেটে বিভিন্ন জায়গায় বাড়িঘর নির্মাণ করেছে।
মন্ত্রী বলেন, ‘বাঙালিদের এখানে আনার ফলে একদিকে এই এলাকার প্রাকৃতিক পরিবেশ ক্ষতি করা হয়েছে, অন্যদিকে পাহাড়ি-বাঙালির মধ্যে বিভেদের সূচনা করা হয়েছে।
২৬ জুন সোমবার বেলা তিনটার দিকে ওবায়দুল কাদের রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের রাঙামাটি শহর থেকে ১৬ কিলোমিটার অংশে ভাঙন ও পাহাড়ধসের এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রামের প্রধান ও জটিল সমস্যা হলো ভূমি সমস্যা। এটি একটি জাতীয় ও রাজনৈতিক সমস্যা। চাপিয়ে দেয়া যে কোন উন্নয়নই আদিবাসীদের চিরাচরিত জীবনধারাকে ধ্বংস করার ষড়যন্ত্র হিসেবে নিঃসন্দেহে বলা যায়। সরকার ইচ্ছাকৃতভাবে ভূমি সমস্যাকে জিঁইয়ে রেখে দিনের পর দিন এই সমস্যাকে আরো জটিল করে তুলছে।
এসময় রাঙামাটি জেলা প্রশাসক মানজারুল মান্নান ও জেলা পুলিশ সুপার সাঈদ তারিকুল হাসান প্রমুখ মন্ত্রীর সাথে ছিলেন।
পার্বত্য চট্টগ্রামে এখনো পুরোদমে প্রতিনিয়ত বহিরাগত বাঙালি অনুপ্রবেশ চলছে। গোপনে বহিরাগত বাঙালিরা পুনর্বাসিত হচ্ছে। আদিবাসী জুম্মদের নিমূর্লীকরণের মাধ্যমে জুম্ম অধ্যুষিত পার্বত্য চট্টগ্রামকে মুসলিম অধ্যুষিত অঞ্চলে পরিণত করার ষড়যন্ত্র অব্যাহতভাবে চলছে।
সরকার চোখে রঙিন চশমা এঁটে উন্নয়নের জিগির তুলে আদিবাসীদের সম্মতি ব্যতিরেকে তথাকথিত পর্যটনের নামে একের পর এক ভূমি অধিগ্রহণ করে চলেছে।
সেনাবাহিনী, বিজিবি, আনসার, পুলিশ,র্যাব ক্যাম্প ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনসহ পর্যটন কেন্দ্র স্থাপনের নামে ভূমি অধিগ্রহণ অন্যদিকে বহিরাগত বাঙালিরা গুচ্ছগ্রামে ছেড়ে আদিবাসীদের ভূমি বেদখল করে বিভিন্ন এলাকায় নতুন বসতি গড়ে তুলছে। এভাবে ভূমি আগ্রাসন আদিবাসীদের বৈচিত্র্যময় জীবনধারাকে বিপর্যস্ত করে তুলেছে। এ সকল বহিরাগত ভূমি দস্যুদের দৌরাত্ম্যে আদিবাসীরা প্রতিনিয়ত নির্যাতন, নিপীড়ন, হত্যা, হামলা, মিথ্যা মামলা, নারী ও শিশুরা ধর্ষণের শিকার হচ্ছে।