বুধবার ● ২৮ জুন ২০১৭
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে মা-মেয়েসহ নিহত-৩ আহত-১৫
খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে মা-মেয়েসহ নিহত-৩ আহত-১৫
মো. মাইনউদ্দিন,খাগড়াছড়ি প্রতিনিধি :: (১৪আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ২.১০মি.) খাগড়াছড়িতে যাত্রীবাহী বাস উল্টে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। ২৮ জুন বুধবার সকাল সাড়ে ৯টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের কালাপানি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহী বাসটি (চট্রগ্রাম -জ ১১-০০০৭) গুইমারা উপজেলার কালাপানি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাচের সঙ্গে ধাক্বা লেগে উল্টে গেলে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়।
নিহতরা হলেন, হাফছড়ির মো. ববারেক ফরাজির ছেলে মো. তারিকুল ইসলাম (২০), মাটিরাঙা উপজেলার খেদাছড়ার মো. ইউনুছ মিয়ার স্ত্রী রিপনা বেগম (২৪) ও তার মেয়ে জান্নাতুল ফেরদৌস (৪)।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জোবায়েরুল হক সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, স্থানীয়দের সহযোগিতায় সেনাবাহিনী ও পুলিশ দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করেছে। আহতদের মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জালিয়াপাড়া ইসলামিক মিশন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটির চালক পলাতক রয়েছে বলেও জানান ওসি।