বুধবার ● ২৮ জুন ২০১৭
প্রথম পাতা » করোনা আপডেট » ময়মনসিংহ মেডিকেল কলেজ এ অগ্নিকান্ডের ঘটনায় আহত একজনের মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ এ অগ্নিকান্ডের ঘটনায় আহত একজনের মৃত্যু
ময়মনসিংহ অফিস :: (১৪আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ২.৩৬মি.) ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসিইউ ইউনিটে লাগা আগুন থেকে বেঁচে যাওয়া ছয়জন রোগীর মধ্যে লাইফ সাপোর্টে থাকা হেলাল উদ্দিনের (৫০) মৃত্যু হয়েছে। হেলাল জামালপুরের মরহুম ওমর আলীর ছেলে।
আইসিইউ ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আনম ফজলুল হক পাঠান হেলালের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৭ জুন) সকাল ৯টা ৫০ মিনিটের দিকে অগ্নিকান্ডের এ ঘটনার সময় বেঁচে যাওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর হেলাল উদ্দিনের মৃত্যু হয়।
এই অগ্নিকান্ডে ছয়জন গুরুতর আহত হয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।
এর আগে মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের আইসিইউতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে আইসিইউতে স্থাপিত লাইফ সাপোর্টের প্রায় সকল মূল্যবান যন্ত্রপাতি পুড়ে ছাই হয়ে গেছে।
এদিকে এই ঘটনা তদন্তে হাসপাতালের আইসিইউ ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আনম ফজলুল হক পাঠানকে প্রধান করে ৫ সদস্যের কমিটি গঠন করার কথা জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. লক্ষী নারায়ন মজুমদার।
প্রসঙ্গতঃ মঙ্গলবার (২৭ জুন) সকাল সাড়ে ৯টার সময় আইসিইউ ইউনিটের স্টোর রুমে আগুন লেগে আইসিইউ যন্ত্রপাতি পুড়ে যায়। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ছয়জন রোগীসহ আটকা পড়া চিকিৎসক ও কর্মচারীদের উদ্ধার করা হয়।