বুধবার ● ২৮ জুন ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » চট্টগ্রাম-কাপ্তাই সড়কের যানজট দশ মিনিটে পরিষ্কার
চট্টগ্রাম-কাপ্তাই সড়কের যানজট দশ মিনিটে পরিষ্কার
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (১৪আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৩মি.)২৮ জুন বুধবার দুপুরে রাঙ্গুনিয়ার গোডাউন এলাকার চট্টগ্রাম-কাপ্তাই সড়কের পূর্ব-পশ্চিম দিক ও সরফভাটার সৈয়দ আলী সড়কের গোডাউন ব্রীজ হয়ে আসা ত্রিমুখি যাত্রীবাহী গাড়ির ঘন্টার পর ঘন্টা যানজট পরিস্থিতির মুখে সাধারণ যাত্রীরা। সিএনজি চালিত ট্যাক্সি ড্রাইভাররা যার যেভাবে ইচ্ছা পার্কিং করার কারণে এই পরিস্থিতি আরো ভয়াবহ রূপ ধারণ করেছিল।
এমন সময় লাঠি হাতে উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নিজাম উদ্দিন বাদশা হাজির। ১০ মিনিটে ১ ঘন্টার যানজট পরিষ্কার। এই সময় যুবলীগ নেতা শেখ মুজিবুল ইসলাম চৌধুরী তাঁর সাথে ছিলেন। তীব্র যানজটের কবল থেকে মুক্ত করার তাঁর এই কাজে উপস্থিত সকলে সস্থি প্রকাশ করেন।তার প্রশংসিত কাজে খুশি হয়ে মো. ফোরকান নামে এক যাত্রী বলেন, ‘ঠেলার নাম বাবাজী। এতক্ষণ কেউ কারো কথা শুনছিল না, এখন লাঠি হাতে যেই না তিনি রাস্তায় নেমে এলেন অমনি সড়ক পরিষ্কার। ‘নিজাম উদ্দিন বাদশা বলেন, ‘নিজের গাড়ি নিয়ে বের হয়েছিলাম আত্মীয় বাড়ীর মুরব্বীদের সালাম করতে। গোডাউন এসে দেখি গাড়ির এলোমেলো অবস্থা। কেউ শুনছেনা কারো কথা। অনেকক্ষণ ধরে তীব্র জ্যামে আটকে গাড়ির মধ্যে বসে এসব দেখছিলাম। এক সময় ভাবলাম গাড়ির থেকে নামা দরকার। তাই নামলাম আর সড়ক ক্লিয়ারে লাঠি হাতে এলোমেলো থাকা ড্রাইভারদের তাড়ালাম।’