বৃহস্পতিবার ● ২৯ জুন ২০১৭
প্রথম পাতা » রাজশাহী বিভাগ » সলঙ্গায় বাস-মাইক্রো মুখোমুখি সংঘর্ঘে নিহত - ৪
সলঙ্গায় বাস-মাইক্রো মুখোমুখি সংঘর্ঘে নিহত - ৪
সিরাজগঞ্জ প্রতিনিধি :: (১৫ আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.২৯মি.) সিরাজগঞ্জের ঢাকা-বগুড়া মহাসড়কের সলঙ্গার রয়হাটিতে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের ৩ জনসহ ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৫ জন। এদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতাল ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতরা হলো বগুড়ার কাহালু থানার মৃত কিয়ামত আলীর ছেলে-সোলায়মান (৬৫), তার ছেলে হারুনুর রশিদের স্ত্রী লিলি বেগম (৪০),রশিদের ছেলে সাগর (১৩) ও মাইক্রোবাস চালক বগুড়ার দুপচাচিয়া থানার বেড়া গ্রামের আক্কাস আলী ছেলে আব্দুল খালেক (৩২) হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জিলানি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ২৮ জুন বৃহস্পতিবার ভোররাতের দিকে ঢাকা থেকে কুড়িগ্রামগামী ধানসিড়ি পরিবহনের একটি বাস রয়হাটি এলাকায় ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনা স্থলেই ৩জন এবং হাসপাতালে নেয়ার পথে মাইক্রোবাসের চালক মারা যায়। লাশ ময়না তদন্তের জন্য হাইওয়ে থানায় নেয়া হয়েছে।
তিনি আরো জানান, নিহত সোলায়মান পরিবার পরিজন নিয়ে তার বিদেশ ফেরত ছেলে হারুনকে এয়ারপোর্ট থেকে আনতে যাচ্ছিল।