শুক্রবার ● ৩০ জুন ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নান্দাইলে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গাছের সাথে বেঁধে নির্যাতন
নান্দাইলে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গাছের সাথে বেঁধে নির্যাতন
ময়মনসিংহ অফিস :: (১৬ আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ১২.৫০ মি.) ময়মনসিংহের নান্দাইলে জমির বিরোধে এক অন্তঃস্বত্তা গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে মারধর ও নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে এক প্রতিবেশীর বিরুদ্ধে ।
ঈদের পরের দিন উপজেলার রাজগাতী ইউনিয়নের দক্ষিণ কয়রাটি গ্রামে ওই ঘটনা ঘটলেও মঙ্গলবার গৃহবধূ কল্পনা আক্তারের স্বামী সিরাজুল ইসলামের করা মামলায় আবুল কাশেম ও রবিউল নামে দুই জনকে আটক করেছে পুলিশ।
দক্ষিণ কয়রাটি গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, রবিউল আওয়াল, সাইফুল ইসলাম ও দ্বীন ইসলামের কাছে পাঁচ শতক জমি বিক্রি বাবদ এক লাখ বিশ হাজার টাকা নেয় প্রায় আড়াই বছর আগে প্রতিবেশী সিরাজুল ইসলাম। এরপর থেকে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও কল্পনা এবং তার স্বামী সিরাজুল জমির দলিল করে দেয়নি।
কিন্তু ওই জমির দখল চাইতে গেলেই কল্পনা তাদের ভয়ভীতি দেখিয়ে আসছিল। এ নিয়ে গ্রামে একাধিক সালিস-বৈঠক হলেও সমাধান হয়নি। মঙ্গলবার তারা আবারও জমি দখল করতে গেলে কল্পনা দা নিয়ে তেড়ে আসে। পরে বিকালে তারা কল্পনাকে ধরে গাছের সঙ্গে বেঁধে লাঠি নিয়ে মারধর ও চুল ধরে টেনে নির্যাতন করে। পরে স্থানীয় হাসপাতালে গৃহবধূর চিকিৎসার ব্যবস্থা করা হয়।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি -তদন্ত) খলিলুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, মামলা দায়েরের পর বিষয়টির তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, প্রাথমিকভাবে গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় মোট আটজনকে আসামি করা হয়েছে। বাকি ছয় আসামিকে গ্রেফতারে পুলিশ কাজ করছে।