শুক্রবার ● ৩০ জুন ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে ৫টি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা
গাজীপুরে ৫টি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৬ আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৯.২৪ মি.) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চাঁপাইর গ্রামে হিন্দু ধর্মাম্বলীদের ৫টি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এলাকায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতংক বিরাজ করছে।
৩০ জুন শুক্রবার ভোর রাতে উপজেলার চাপাইর এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় ভাংচুর হওয়া প্রতিমাগুলো হলো- গনেশ প্রতিমা, লক্ষী প্রতিমা ২টি, স্বরসতী প্রতিমা ২টি।
প্রতিমা শিল্পী শান্তি গোপাল পাল সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমি দীর্ঘদিন ধরে আমার এই মন্দিরে প্রতিমা তৈরীর কাজ করে আসছি। প্রতিমা তৈরী করে এখান থেকে তা বিক্রি করে থাকি। প্রতিদিনের মতো গতকালও পতিমা তৈরীর কাজ শেষ করে বাড়ীতে ঘুমাতে যাই। গভীর রাতে এলকায় চোর ঢোকার খবর পেয়ে আমি মন্দিরে যাই। মন্দিরে ঢোকে দেখতে পাই আমার মন্দিরে থাকা ৬/৭টি মুর্তি ভাংঙ্গা অবস্থায় পড়ে আছে। পরে বিষয়টি এলাকাবাসীকে জানাইলে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনান্থল পরিদর্শন করেন।
কালিয়াকৈর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এ ঘটনায় ৫টি প্রতিমা ভাংচুর হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এ ব্যাপারে এখনো কোন লিখিত অভিযোগ পায়নি।