শনিবার ● ১ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কুষ্টিয়াতে পুলিশের অভিযান : জেএমবি’র ৩ নারী সদস্যসহ পিস্তল ও সুইসাডাল ভেষ্ট উদ্ধার
কুষ্টিয়াতে পুলিশের অভিযান : জেএমবি’র ৩ নারী সদস্যসহ পিস্তল ও সুইসাডাল ভেষ্ট উদ্ধার
শামসুল আলম স্বপন, কুষ্টিয়া :: (১৭ আষাঢ় ১৪২৪ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ১.৪৮মি.) কুষ্টিয়ার ভেড়ামারা শহরের বামন পাড়ার একটি টিনশেড বাড়িতে গভীর রাতে অভিযান চালিয়ে জেএমবি’র আমির আইয়ুব আলীর স্ত্রীসহ তিন নারী জঙ্গিকে আটক করেছে কাউন্টার টেররিজম ইউনিট ও কুষ্টিয়া পুলিশের সদস্যরা । অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়ার পুলিশ সুপার সুপার এসএম মেহেদী হাসান পিপিএম । অভিযান কালে ওই বাড়ি থেকে একটি পিস্তল,একটি ম্যাগাজিন, দুইটি সুইসাডাল ভেষ্ট ও বিপুল পরিমান গান পাউডার উদ্ধার করা হয়।
কুষ্টিয়ার পুলিশ সুপার সুপার এসএম মেহেদী হাসান পিপিএম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১২টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারার তালতলা জামে মসজিদের পাশের বাড়িতে কাউন্টার টেররিজম ইউনিটের এডিসি আব্দুল মান্নান সহ ভেড়ামারা থানার পুলিশ, কুষ্টিয়া ডিবি ও পুলিশের একটি চৌকস দল বাড়িটি ঘিরে অভিযান শুরু করে। এ সময় সুইসাডাল ভেষ্ট পরিহিত এক নারী জঙ্গি পুলিশের উপর হামলা চালায়। ওই নারী জঙ্গির হামলা প্রতিহত করে অভিযানে অংশ গ্রহনকারীরা তাকে আটক করে। পরে পর্যায়ক্রমে আরো দুই নারী জঙ্গিকে আটক করা হয়। পুলিশের দাবি জঙ্গি আস্তানার বাড়ির মালিক নাসিমা খাতুন। দ্ ুমাস আগে বাড়িটি ভাড়া নেন জঙ্গিরা ।
আটক তিন নারী জঙ্গিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানাগেছে জেএএমবি’র কুষ্টিয়া অঞ্চলের আমির আইয়ুব বাচ্চু ওরফে সজিবের স্ত্রী তিথি (৩০)ও জেএমবি’র সেকেন্ড ইন কমান্ডের স্ত্রী সুমাইয়া (৩২)এদের দু’জনের বাড়ি নাটোর জেলায় অপর জন তলি (২৮) বাড়ি ভেড়ামারায় ।
অভিযানের আগে ওই বাড়ির আশে পাশের লোকজনকে সরিয়ে নেয়া হয়। বাড়িটি পুলিশ সদস্য ও কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা ঘিরে রেখেছে। অভিযানে নেতৃত্বদানকারী কুষ্টিয়ার পুলিশ সুপার এসএম মেহেদী হাসান পিপিএম আরো জানান, ঢাকা থেকে বোমা ডিসপোজাল ইউনিট না আসা পর্যন্ত ওই বাড়িটি পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিটের নিয়ন্ত্রণে থাকবে। ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর হোসেন খন্দকার জানান এ ঘটনায় মামলা নেয়ার প্রস্তুতি চলছে।