মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » আলীকদম জোন কমান্ডরের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন
আলীকদম জোন কমান্ডরের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: আলীকদম জোন সদরে জোন কমান্ডার লে.কর্ণেল মিজানুর রহমান এর বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ৷ মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় আলীকদম জোন সদরে অনুষ্ঠিত এ বিদায় সংবর্দ্ধনায় উপস্থিত ছিলেন বিদায়ী জোন কমান্ডার লেঃ কর্ণেল মিজানুর রহমান পিএসসি নবাগত জোন কমান্ডার লেঃ কর্ণেল মোহাম্মদ সরোয়ার হোসেন পিএসসি, লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইনু মার্মা, আলীকদম উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কাইনথপ ম্রো, উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমিন, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালিদ হাসান, লামা ও আলীকদম উপজেলার জনপ্রতিনিধি, সরকারী-বেসরকারী কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষক-সাংবাদিকসহ শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ৷ নবাগত জোন কমান্ডার মোহাম্মদ সরোয়ার হোসেন এর সভাপতিত্বে ও মেজর মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে বক্তারা বিদায়ী জোন কমান্ডারের বিগত দিনের কর্মকান্ডের উপর স্মৃতি চারণ করেন ৷
বিদায়ী জোন কমান্ডার তার কর্মমালের বিভিন্ন কর্মকান্ডা তুলে ধরে বলেন দৃষ্টি ভঙ্গি পরিবর্তনের মাধ্যমে স্ব স্ব ক্ষেত্রে এলাকা ও সমাজের উন্নয়ন করা যায় ৷ লামা-আলীকদম উপজেলার প্রত্যন্ত এলাকায় পিছিয়ে পড়া মুরং জনগোষ্ঠীকে শিক্ষা ও উন্নয়নের মূলধারায় নিয়ে কাজ করতে নবাগত জোন কমান্ডারের প্রতি আহ্বান জানান ৷ তিনি আরো বলেন, সমাজের একটি অংশ পিছিয়ে থাকলে অন্য অংশটি অগ্রসর হতে পারে না৷ তার কর্মকালীন সময়ে এলাকার শিক্ষা-চিকিত্সা, আইন-শৃঙ্খলার স্থিতিশীলতা রক্ষায় স্ব-স্ব ক্ষেত্রে ভূমিকা রাখায় তিনি লামা-আলীকদমবাসীর প্রশংসা করেন ৷
আপলোড : ১৭ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৫.৫৮ মিঃ