শনিবার ● ১ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পটুয়াখালীতে ৪ হাজার ইয়াবাসহ আটক ২
পটুয়াখালীতে ৪ হাজার ইয়াবাসহ আটক ২
পটুয়াখালী প্রতিনিধি :: (১৭ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৮মি.) পটুয়াখালীর নন্দকানাই জনৈক মিজান আকনের বাড়ীতে অভিযান চালিয়ে পুলিশ ৪ হাজার ৭ শ’ ২০ পিস ইয়াবাসহ মামা ও ভাগ্নীকে আটক করেছে। আটককৃতরা হলেন মামা দুলাল সরদার (৫৫) ও ভাগ্নী মাহফুজা বেগম(২৫)। পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি-তদন্ত) আবুল বাশার এ অভিযানের নেতৃত্ব দেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন পৌর সভার ৯নং ওয়ার্ডের নন্দকানাই এলাকায় মিজান আকন দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার পরিচালনা করছে। তার মামা শ্বশুর দুলাল সরদার ইয়াবার চালান তার নিকট দিয়ে যায় এবং তারা স্বামী-স্ত্রী দু’জন মিলে এগুলো বিক্রি করে। মামা শ্বশুর দুলাল সরদার ৩০ জুন শুক্রবার নন্দকানাই এলে তাকে গোয়েন্দা নজরদারীতে রাখার পর রাত সাড়ে ৯টায় পুলিশ তাকে আটক করে। এ সময় তার ভাগ্নী মাহফুজাকেও আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ১৭৩০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির এক লাখ ৬ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে পুলিশের জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে তাদের কাছে আরো ইয়াবা মজুদ আছে। এরপর ১ জুলাই শনিবার সকালে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে আরো ২৯৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে আকনকে আটক করতে পারেনি পুলিশ।
পটুয়াখালী সদর থানার ওসি সিএইচটি মিডিয়াকে জানান, তাদের কাছ থেকে মোট ৪৭২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পটুয়াখালী সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।