শনিবার ● ১ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে ষাটোর্ধ বাসার মালিকের বিরুদ্ধে ৬ বছরের শিশুকে ধর্ষণ
ময়মনসিংহে ষাটোর্ধ বাসার মালিকের বিরুদ্ধে ৬ বছরের শিশুকে ধর্ষণ
ময়মনসিংহ অফিস :: (১৭ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৯মি.) ময়মনসিংহ নগরীর আরকে মিশন রোডে ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে ষাটোর্ধ আব্দুস সালাম নামের এক বাসার মালিকের বিরুদ্ধে। দ্রুত শিশুটিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে । কিন্তু ঘটনার পর পালিয়ে গেছে ধর্ষক আব্দুস সালাম।
১ জুলাই শনিবার সকালে আরকে মিশন রোডের একটি বাসায় এ ঘটনাটি ঘটেছে।
নির্যাতনের শিকার ওই শিশুর মা কমলা বেগম সিএইচটি মিডিয়াকে জানান, গত ৭ বছর ধরে তারা আরকে মিশন রোডের ১৬৬/বি, মালিক আব্দুস সালামের বাসায় ভাড়া থাকেন। তার স্বামী নয়ন মিয়া গাঙ্গিনারপাড় ক্রোকারিজ দোকানের কর্মচারী। শনিবার সকালে বিপত্নীক আব্দুস সালাম কোক খাওয়ানোর কথা বলে শিশুটিকে তার ঘরে ডেকে নিয়ে যায়। খালি ঘরে একা পেয়ে তার শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টা করে।
কান্না করতে করতে ঘর থেকে বের হয়ে আসলে টিউবওয়েলের কাছে ওই শিশুটি প্রস্রাব করলে প্রস্রাবের সাথে রক্ত আসতে থাকে। তখন তাকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনা খুলে বলে ধর্ষণের চেষ্টার কথা। বিষয়টি জানাজানি হলে আব্দুস সালাম তাড়াতাড়ি বাসা থেকে পালিয়ে যায়। দ্রুত সকাল ১১টার দিকে চিকিৎসার জন্য পরিবারের লোজকন শিশুটিকে হাসপাতালে নিয়ে যায়।
ময়মনািসংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনী বিভাগের ১ নম্বর ইউনিটের প্রধান ডা. একেএম আবুল হোসাইন সিএইচটি মিডিয়াকে জানান, শিশুটির প্রস্রাবের রাস্তার পাশে ক্ষত চিহ্ন আছে, তাকে চিকিৎসা দেয়া হয়েছে। ধর্ষণের ঘটনা ঘটেছে কিনা নিশ্চিত হতে প্যাথলজিক্যাল পরীক্ষার জন্য ল্যাবে সোয়াপ পাঠানো হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলাম সিএইচটি মিডিয়াকে জানান, বিষয়টি তারা শুনেছেন এবং আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।