শনিবার ● ১ জুলাই ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » রাঙ্গুনিয়ায় বন্যায় তলিয়ে যাওয়া ঢেড়স ক্ষেতে নতুন ফুল: কৃষকের মুখে হাসি
রাঙ্গুনিয়ায় বন্যায় তলিয়ে যাওয়া ঢেড়স ক্ষেতে নতুন ফুল: কৃষকের মুখে হাসি
রাঙ্গুনিয়া প্রতিনিধি:: (১৭ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৭মি.) চট্টগ্রাম রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন জায়গাতে কৃষকরা করেছে ঢেড়স ক্ষেত। কিন্তু রোপনের প্রথম দিকে খুব ভালভাবে শুরু হলেও হঠাৎ ভয়াবহ বন্যা ও পাহাড় ধ্বসে পড়ে অনেক কৃষকের ঢেড়স ক্ষেত ছাড়াও অন্যান্য ক্ষেতগুলো তলিয়ে গেছে। রাঙ্গুনিয়াতে ইছামতি নদী দুই জায়গায় পাড় ভাঙ্গনের ফলে পানি দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে যার কারনে কৃষকের কৃষি ক্ষেতগুলো নিচু জায়গা হওয়ার বন্যার পানির স্রোতে তলিয়ে যায়। যখন পানি কমতে শুরু করে পানির প্রবল গতিতে ১ফুট সমান কাঁদায় ঢেড়স ক্ষেতগুলো নীচে পড়ে যায়। কদর্মাক্ত ঢেড়স ক্ষেত দেখে কৃষকরা অাশা ছেড়ে দিয়েছেলেন। এলাকার কৃষকরা ঢেড়স ক্ষেতের উপর ভরসা একেবারে হারিয়ে ফেলেছিলেন। এই কদিনে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে কাঁদা ঝড়ে পড়ে হঠাৎ যখন ক্ষেতে ফুল ফুটতে দেখে ১ জুলাই শনিবার মোহাম্মদ অালী নামক একজন কৃষক বলে উঠলেন অাল্লাহর অশেষ দান’রাখে অাল্লাহ মারে কে’ । এই কথায় সে অারো বলেন সব কিছু অাল্লাহর,অাল্লাহ কিনা করতে পারে। কয়েকজন বয়োবৃদ্ধ সিএইসটি মিডিয়া টোয়েন্টিফোর ডটমক প্রতিনিধিকে বলেন,অামরা কখনও অামাদের ৭০বছরেও দেখিনি এরকম বন্যা, এইবার বেশি ভয়াবহ বন্যা হয়েছে। এই বন্যার কারনে অনেক মানুষের মৃত্যুসহ বিভিন্ন ক্ষেত নষ্ট হয়ে গেছে। তবে কাঁদায় ঢলে পড়া ঢেড়স ক্ষেতগুলোতে ফুল ফুটেছে অথচ এই ক্ষেতের অাশা ছেড়ে দিয়েছিল কৃষক। কিন্তু নতুন করে ফুল দেখে খুশি হয়েছে কৃষকরা, ঢেড়স ক্ষেত জেগেছে ফুলও ফুটছে। অাবার অাগের মত কৃষকরা যত্ন শুরু করে দিয়েছে ক্ষেতগুলোকে।