রবিবার ● ২ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে স্কুল ছাত্র হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১
বিশ্বনাথে স্কুল ছাত্র হত্যার চেষ্টার ঘটনায় গ্রেফতার ১
বিশ্বনাথ প্রতিনিধি:: (১৮ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.২৭মি.) বিশ্বনাথের ৫ম শ্রেণীর স্কুল ছাত্রকে হত্যার চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার আসামী শাহেদ আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। সে জকিগঞ্জ থানার সাকারপুর (শাখরপুর) গ্রামের আব্দুল হকের পুত্র। গ্রেফতারের পর সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কাঁকন দে’র আদালতে স্বীকারুক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে শাহেদ আহমদ।
স্বীকারুক্তিতে সে বলেছে, সে দীর্ঘ ৬ মাস ধরে বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের জানাইয়া (নোয়াগাঁও) গ্রামের আবুল হাছানের বাড়িতে পোল্ট্রি ফার্মে কর্মচারী হিসেবে কাজ করে। গত ৪ মে সন্ধ্যায় আবুল হাছানের পুত্র রেদুয়ান হোসেন (১১) কে তার বাড়ির পার্শ্ববর্তি জনৈক ফজলু মিয়ার বাড়ির বাউন্ডারীর ভিতরে নিয়ে ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্ঠা করে। এসময় রেদুয়ান হোসেনের চিৎকারে লোকজন এগিয়ে আসলে শাহেদ পালিয়ে যায়। সে আদালতে স্বীকারুক্তিমূলক জবানবন্দিতে আরো বলে, আবুল হাছানের সাথে একই গ্রামের মৃত মছদ্দর আলীর পুত্র সমছু মিয়া ও মৃত মজর আলীর পুত্র রহিমুল ইসলামের বিরোধ ছিলো। তাই প্রায় সময় আবুল হাছানের ক্ষতি করতে সমছু ও রহিমুল তাকে (শাহেদ) বলতো। আবুল হাছান অথবা তার পুত্র রেদুয়ানকে খুন করতে গত ৪মে বিকেলে শাহেদের সাথে ৫০হাজার টাকার চুক্তি করেন সমছু ও রহিমুল এবং চুক্তির নগদ ৫হাজার টাকার তাকে (শাহেদ) তারা প্রদান করে। এরপর ঐদিন সন্ধ্যায় রেদুয়ানকে কৌশলে পাশ্ববর্তী নির্জন স্থানে নিয়ে গিয়ে মুরগী জবাই করার ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করে শাহেদ। এসময় রেদুয়ান তার হাত দিয়ে আত্মরক্ষা করতে চাইলে তার হাতের আঙ্গুল কেটে যায়। রেদুয়ানের চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে আসলে সে (শাহেদ) পালিয়ে যায় বলে জবানবন্দিতে বলে।
প্রসঙ্গত, রেদুয়ানকে হত্যার চেষ্ঠার ঘটনায় তার পিতা আবুল হাছান বাদি হয়ে শাহেদ আহমদকে আসামী করে গত ১৭ মে বিশ্বনাথ থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১৫)। এরপর গত ৪জুন জকিগঞ্জ এলাকা থেকে শাহেদকে গ্রেফতার করে পুলিশ। পরদিন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি প্রদান করে শাহেদ।
এদিকে, গ্রেফতারকৃত শাহেদ আহমদ স্বীকারুক্তিতে সমছু মিয়া ও রহিমুল ইসলামের নাম বলায় তারা ক্ষিপ্ত হয়ে বাদি আবুল হাছানের বাড়িতে গত ১২জুন রাতে হামলা করে হুমকি প্রদান করায় ৬জনের নাম উল্লেখ করে বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী করেছেন আবুল হাছান। ডায়েরী নং- ৫৫৮, তাং- ১৮/০৬/২০১৭ইং।