![মিরসরাইয়ের ভারতীয় ২৪ গরু আটক](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/254-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
রবিবার ● ২ জুলাই ২০১৭
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » হাঁসের ডিমে মানুষের মাথা সদৃশ্য আকৃতি
হাঁসের ডিমে মানুষের মাথা সদৃশ্য আকৃতি
বিশ্বনাথ প্রতিনিধি :: (১৮ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৫০মি.) বিশ্বনাথে হাঁশের মাথা ডিমের ভিতরে মানুষের মাথা সদৃশ্য আকৃতি নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উপজেলা রামপাশা ইউনিয়নের রামপাশা কোনাপাড়া গ্রামের লয়লুছ মিয়ার বাড়িতে এঘটনাটি ঘটে। মাথা সদৃশ্য আকৃতির এই বিষয়টিকে অনেকেই অলৌকিক আখ্যা দিয়েছেন ।
এদিকে, খবর পেয়ে ১ জুলাই শনিবার দিবাগত রাত থেকে ডিমটি দেখতে শত শত মানুষ ঐ বাড়িতে ভিড় জমালে হিমশিম খেতে হয় বাড়ির লোকজনকে। এরপর ২ জুলাই রবিবার সকাল ১১টায় স্থানীয় ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর উপস্থিত হয়ে ডিমটি নদীতে ফেলে দিতে পরামর্শ দিলে পরিবারের লোকজন ডিমটি নদীতে ফেলে দেন। ফলে মানুষের উপচেপড়া ভীর কমে আসে।
জানা গেছে, কোনাপাড়া গ্রামের লয়লুছ মিয়া শনিবার বিকেলে বাড়ির পাশ্ববর্তি দোকান থেকে হাঁসের ৫টি ডিম ক্রয় করে বাড়ি নিয়ে আসেন। শনিবার রাতে দুটি ডিম লয়লুছ মিয়ার স্ত্রী রুকসানা বেগম সিদ্ধ দিলে একটি ডিম তার স্বামী খেয়ে ফেলেন, অপর সিদ্ধ ডিমের খোসা ছাড়াতে গিয়ে তার হাতে একটু শক্ত শক্ত মনে হয় এবং খোসা ছাড়ানোর পর তিনি দেখতে পান ডিমের মধ্যে মানুষের মাথা সদৃশ্য আকৃতি ভেসে উঠছে। এসময় তিনি ডিমটি না খেয়ে তার স্বামীকে ডিমটি দেখান। বিষয়টি মুহুর্তের মধ্যে গ্রামে ছড়িয়ে পড়ে এবং ফেইসবুকের মাধ্যমে এলাকার সর্বত্র ছড়িয়ে পড়লে শনিবার রাত থেকে শত শত লোকজন ঐ বাড়িতে ভিড় জমান। রোববার সকালে ১১টায় ডিমটি বাড়ির পাশ্ববর্তি নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে লয়লুছ মিয়া জানান।
এব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আলমগীর বলেন, শত শত লোকজন ঐ বাড়িতে ভিড় করছেন। যত সময় যাচ্ছে মানুষের উপস্থিতি বাড়তেছে, ফলে হিমশিম খেতে পরিবারের লোকজনকে। তাই আমি ঐ পরিবারেরকে পরামর্শ দিয়েছি ডিমটি নদীতে ফেলে দিতে।
উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম বলেন, মনে হচ্ছে এটি একটি অলৌকিক ঘটনা। আল্লাহ মানুষকে তার নিদর্শন দেখাচ্ছেন। ফলে বিভিন্ন সময়ে এধরনের ঘটনা শুনা যায়।