মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির রায়
স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসির রায়
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরে কাপাসিয়া উপজেলার চরখিরাটি গ্রামের মোঃ জালাল উদ্দিন(৩০)কে স্ত্রী কাকলী শ্বাসরোধ ও গলায় ওড়না পেচিয়ে স্ত্রী হত্যার দায়ে ফাঁসির রায় দিয়েছেন আদালত ৷
১৭ নভেম্বর মঙ্গলবার দুপুর ২টায় গাজীপুর জেলা ও দায়রা জজ ১নং আদালতের বিচারক এ.কে.এম এনামুল হক জনাকীর্ন আদালতে এ রায় প্রদান করেন ৷
পি,পি এডভেকোট মোঃ হারিছ উদ্দিন আহমেদ জেলা প্রতিনিধিকে জানান, ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার মীরের গ্রামের ইউনুস মাতব্বরের মেয়ে কাকলী (১৯) কে ২০০৯ সালের জানুয়ারী মাসে আসামী জালাল উদ্দিন বিয়ে করেন ৷ বিয়ের চার মাস পর ২২ এপ্রিল স্ত্রী কাকলী বেগমকে ঘুমের ওষুধ খাইয়ে গলায় উড়না পেচিয়ে এবং মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে ৷
এঘটনায় কাকলীর বাবা ইউনুস মাতব্বর বাদী হয়ে কাপাসিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন৷ মামলা নং- ১৩(৪)০৯৷
মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই আজিজুল হক আদালতে অভিযোগ পত্র দাখিল করে ৷
আদালত ১৫ জন সাক্ষীর সাক্ষ গ্রহন শেষে আসামী জালাল উদ্দিনের বিরুদ্ধে দন্ডবিধির ৩০২ ধারায় অভিযোগ প্রমানীত হওয়ায় ফাঁসির রায়সহ ১০ হাজার টাকা জরিমানা করেন ৷
বিচারক এ.কে.এ এনামুল হক রায়ে উল্লেখ করেন, সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে উক্ত দন্ডাদেশ কার্যকরের কথা বলেন৷ এবং আসামী জালাল উদ্দিনকে মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করতে বলা হয়েছে ৷ রায় ঘোষণার সময় আসামী আদালতে উপস্থিত ছিলেন ৷
রাষ্ট্র পক্ষের মামলা পরিচালনা করেন পি,পি মোঃ হারিছ উদ্দিন আহমেদ৷ আর আসামী পক্ষের মামলা পরিচালনা করেন আইনজীবি মুহাম্মদ ফখরুদ্দীন আকবরী ৷আপলোড : ১৭ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬.৩২ মিঃ