রবিবার ● ২ জুলাই ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » মাদকমুক্ত পরিবেশ গড়তে পটুয়াখালীতে এক মুক্তিযোদ্ধার উদ্যোগ
মাদকমুক্ত পরিবেশ গড়তে পটুয়াখালীতে এক মুক্তিযোদ্ধার উদ্যোগ
পটুয়াখালী প্রতিনিধি :: (১৮আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০২৫মি.) কলাপাড়ায় মাদক মুক্ত করার লক্ষ্যে মাইকিং করা হয়েছে। ২ জুলাই রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের বিভিন্ন সড়কে নাগরিক সংগ্রাম কমিটির আহ্বায়ক মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক হাবিবুল্লাহ রানার উদ্যোগে এ মাইকিং করা হয়। হাবিবুল্লাহ রানার এমন উদ্যোগকে স্বাগত জানান পৌরবাসী। স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি এ উপজেলায় ইয়াবা ও গাঁজার আগ্রাসনে স্কুল-কলেজগামী শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ আসক্ত হচ্ছে। ফলে আভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েন। ভয়াবহ মাদকের ছোবল থেকে রক্ষা পাওয়ার লক্ষ্যে নাগরিক সংগ্রাম কমিটি এ উদ্যোগ গ্রহন করেন। তিনি মাদক সেবনকারী ও ব্যবসায়ীদের এসব অপকর্ম বন্ধের জন্য হুশিয়ারি করে আল্টিমেটাম দিয়েছেন।
মুক্তিযোদ্ধা ও সাংবাদিক হাবিবুল্লাহ রানা জানান, পুরুষের পাশাপাশি মহিলারাও ইয়াবা ও গাঁজা বিক্রি করে আসছে। এদের মধ্যে বেশ কিছু মাদক ব্যবসায়ীকে পুলিশ প্রশাসন শনাক্ত করেছে। গাঁজা-ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে শ্রীঘ্রই আন্দোলনের কর্মসূচী দেয়া হবে বলে তিনি জানান। কলাপাড়া থানার এস আই মো.শহিদুল ইসলাম খান জানান, নাগরিক সংগ্রাম কমিটির এ উদ্যোগকে আমরাও স্বাগত জানাই।