মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » গাজীপুরে পোশাক কারখানা পরিদর্শন করলেন নেদারল্যান্ডের রানী
গাজীপুরে পোশাক কারখানা পরিদর্শন করলেন নেদারল্যান্ডের রানী
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর :: নেদারল্যান্ডের রানী ম্যাঙ্মিা ১৭ নভেম্বর মঙ্গলবার সকালে গাজীপুরের টঙ্গীর একটি পোশাক কারখানা, একটি ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন হাউজ এবং শ্রীপুরের রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টার পরিদর্শন করেছেন ৷
গাজীপুর পুলিশ সুপার কার্যালয়ের বিশেষ শাখার পরিদর্শক-১ মো. সিরাজুল ইসলাম আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, নেদারল্যান্ডের রানী ম্যাঙ্মিা সকাল সাড়ে ৮টার দিকে টঙ্গীর ভিয়েলা টেক্স পরিদর্শন করেন ৷ সেখানে তিনি কারখানার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় ও কারখানা পরিদর্শন করেন ৷ পরে তিনি গাজীপুরের শ্রীপুরে রাজাবাড়ি ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন ও কার্যক্রম পরিদর্শন করেন ৷ সেখান থেকে তিনি টঙ্গীর দত্তপাড়া এলাকায় ঝর্ণা ফেব্রিক্স অ্যান্ড ফ্যাশন হাউজ পরিদর্শন শেষে দুপুরে ঢাকার উদ্দেশ্যে গাজীপুর ত্যাগ করেন ৷
এ সময় ব্র্যাকের চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদ, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম ও পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ পিপিএম বার উপস্থিত ছিলেন ৷
শ্রীপুর থানার ওসি মো. আসাদুজ্জামান প্রতিনিধিকে জানান, সকাল ১০টার দিকে রানি ম্যাঙ্মিা শ্রীপুরের রাজাবাড়ি এলাকায় পৌঁছেন ৷
সেখানে তিনি রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের ডিজিটাল সার্ভার সেন্টার ও ‘একটি বাড়ি একটি খামার প্রকল্প’ পরিদর্শন করেন ৷
এসময় ওই প্রকল্প রূপকার অ্যাডভোকেট রহমত আলীও উপস্থিত ছিলেন ৷ আপলোড :১৭ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬.৩৯