সোমবার ● ৩ জুলাই ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ভুমি ধ্বসে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষদের বিনামূল্যে ঔষধপত্র সরবরাহ
রাঙামাটিতে ভুমি ধ্বসে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষদের বিনামূল্যে ঔষধপত্র সরবরাহ
ষ্টাফ রিপোর্টার :: (১৯ আষাঢ় ১৪২৪ বাঙলা:বাংলাদেশ সময় দুপুর ৩.২৯মি.) রাঙামাটিতে সম্প্রতি অতিবর্ষণের ফলে ভুমি ধ্বসে আশ্রয়কেন্দ্রে থাকা ক্ষতিগ্রস্থ মানুষদের সরকারের স্বাস্থ্য বিভাগের পাশাপাশি হেলথ ক্যাম্প-এর মাধ্যমে স্থানীয় বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিল-এর উদ্যোগে এনএইচএসডিপি-সূর্যের হাসি ক্লিনিক বিনামূল্যে স্বাস্থ্য সেবা ও ঔষধপত্র সরবরাহ করেছে। এছাড়া ১৩-৩৯বছর মেয়েদের স্বাস্থ্য ব্যবস্থ্যা সঠিক রাখার লক্ষ্যে এ্যাকশান এইড বাংলাদেশ-গ্রীনহিলের উদ্দ্যেগে ইউএনএফপিএ-ডিগনিটি কিট বিতরণ করা হয়। কিট বক্সগুলোতে রয়েছে স্যানিটারী ন্যাপকিন, স্যান্ডেল, সাবান, পেন্টি, ওড়না, মেক্সী, টচলাইট ও বালতি।
দূর্যোগের পর গত ১৬জুন হতে ২৮জুন পর্যন্ত ২টি মেডিক্যাল টিম বিভক্ত হয়ে পৌর শহরের মোনঘর ভাবনা কেন্দ্র, মোনঘর উচ্চ বিদ্যালয়, ভেদভেদী উচ্চ বিদ্যালয়, মানিকছড়ি প্রিয়মোহন দেওয়ান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়, ওমদামিয়া জুনিয়র উচ্চ বিদ্যালয়, উলুছড়া পাড়া এবং ভোল্ল্যা জুনিয়র উচ্চ বিদ্যালয়’সহ বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউপি কার্যালয় এবং চাইন্দ্যা পাড়াতে মোট ৪৬২জনকে প্রয়োজনীয় ঔষধপত্র সরবরাহ’সহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
হেলথ ক্যাম্প কার্যক্রমে সার্বিকভাবে তত্তাবধানের দায়িত্বে ছিলেন গ্রীন হিল এনএইচএসডিপি প্রকল্পের ডা. জয়ধন তনচংগ্যা, ডা. লুভা চাকমা, দক্ষ প্যারামেডিক, নার্স, এবং মেডিক্যাল এ্যাসিস্ট্যান্ট’সহ অন্যান্য কর্মকর্তারা।