সোমবার ● ৩ জুলাই ২০১৭
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে আইনজীবীদের কর্মবিরতি
সিলেটে আইনজীবীদের কর্মবিরতি
হাফিজুল ইসলাম লস্কর, সিলেট প্রতিনিধি :: (১৯ আষাঢ় ১৪২৪ বাঙলা:বাংলাদেশ সময় বিকাল ৮.২৮মি.) সন্ত্রাসী হামলায় এডভোকেট টিএমমুহি উদ্দিন মাহি আক্রান্তের প্রতিবাদে সিলেট জেলা আইনজীবী সমিতির পুর্ণদিবস কর্মবিরতিতে স্থবির হয়ে পড়ে সিলেটের আদালত প্রাঙ্গন।
আদালতের কার্যক্রম যথা সময়ে শুরু হলেও আইনজীবীদের অনুপস্থিতি’র ফলে ৩ জুলাই সোমবার সিলেটের সকল আদালতেই আইনি কার্যক্রম ব্যাহত হয়। ফলে বিচার প্রত্যাশীদের দুর্ভোগ পোহাতে হয়।
সিলেট জেলা আইনজীবী সমিতির ডাকে কর্মবিরতি পালনের পাশাপাশি সোমবার সকালে নগরীতে প্রতিবাদ মিছিলও করেন সিলেটের সর্বস্থরের আইনজীবীরা।
জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. লালা বলেন , ঈদের দিন ছাতকে নিজ গ্রামে সন্ত্রাসী হামলার শিকার হন সমিতির সদস্য এডভোকেট টি.এম মুহী উদ্দীন চৌধুরী। তিনি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর উপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবিতে কর্মবিরতি পালন করছেন সিলেটের আইনজীবীরা।
প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে ৩ জুলাই সোমবার সকাল ১১টায় আদালত পাড়া থেকে মিছিল বের করেন আইনজীবীরা। মিছিলটি সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সভায় বক্তারা সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আসার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।
উল্লেখ্য, ২৬ জুন সুনামগঞ্জের ছাতকের পালপুর বাজারে পূর্ব শত্রুতার জের ধরে হামলার শিকার হন এডভোকেট টিএমমুহি উদ্দিন মাহি ও তার চাচা স্থপতি টিএমআহমেদ আনহার। তারা উভয়েই পালপুর গ্রামের বাসিন্দা। সিলেট জেলা আইনজীবী সমিতি’র সদস্য এডভোকেট টিএমমুহি উদ্দিন মাহি’র উপর ন্যাক্কারজনক এ হামলার প্রতিবাদে পূর্ণদিবস কর্মবিরতি পালন করছেন সিলেটের সকল আইনজীবীরা।