সোমবার ● ৩ জুলাই ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-২,আহত-২০
ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-২,আহত-২০
ময়মনসিংহ অফিস :: (১৯ আষাঢ় ১৪২৪ বাঙলা:বাংলাদেশ সময় রাত ৮.৫১মি.) ময়মনসিংহ সদর উপজেলার বাইপাস ময়নার মোড় এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ দুইজন নিহত হয়েছে আহত হয়ছেন অন্তত ২০ জন। নিহত নারীর নাম রেবেকা (২৫) তবে অপর নিহতের পরিচয় জানা যায়নি।
সোমবার (৩ জুলাই) বেলা আড়াইটার দিকে ময়নামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ওসি কামরুল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এ দূর্ঘনায় তাৎক্ষণিকভাবে নিহত একজনের নাম জানা গেলেও অপর জনের সঠিক পরিচিয় জানা যায়নি।তবে আহতরা হলেন শরিফ(২০), হিমেল(৯), নজরুল ইসলাম(২৮), আব্দুস সাত্তার(৫০), স্বপ্না বেগম(১৮), রহিমা বেগম(৫৮), রুকাইয়া আক্তার(৩৫), মামুন মিয়া(২২), দীপক(৪২), রুবেল(৩২), নজিব(২৩), ফারুক(১৮), রুপসী(২৬), শামসুন নাহার(২৫), তোতা মিয়া(২৫), জায়েদা(১৬), হালিমা(৫০), মালা(৩০), দুদু মিয়া(৪০) ও আসমা(২৫)। তাদের ময়মনসিংহ মেডিকল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি কামরুল ইসলাম আরো জানান, ঢাকা থেকে ছেড়ে আসা নেত্রকোণাগামী একটি বাসের সঙ্গে শেরপুর থেকে ঢাকাগামী অপর একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এ সময় এক নারী ঘটনাস্থলে অপর আহত একজন হাসপাতালে নেয়ার পর মারা যান।
অন্যদিকে সোমবার সকাল ১০ টার দিকে গৌরীপুর উপজেলার শিবপুর এলাকায় বাস ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে ৪ জন গুরতর আহত হয়েছে। পরে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। তবে প্রাইভেটকার চালক সোহেল মিয়ার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। গৌরীপুর থানার ওসি দেলোয়ার আহমেদ দূর্ঘঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।