সোমবার ● ৩ জুলাই ২০১৭
প্রথম পাতা » জাতীয় » আপীল বিভাগের রায় সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
আপীল বিভাগের রায় সম্পর্কে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রেস বিজ্ঞপ্তি :: (১৯ আষাঢ় ১৪২৪ বাঙলা:বাংলাদেশ সময় রাত ১১.২০মি.) সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায় আপিল বিভাগে বহাল থাকা দেশবাসীর গণতান্ত্রিক প্রত্যাশারই প্রতিফলন এই রায় বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে মাইলফলক হিসেবে বিবেচিত হবে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক ৩ জুলাই সোমবার এক বিবৃতিতে সুপ্রীম কোর্টের বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী অবৈধ ঘোষণা করে হাইকোর্ট প্রদত্ত রায় আপিল বিভাগে বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন এবং বলেছেন আপিল বিভাগের এই রায় বিচার বিভাগের স্বাধীনতার ক্ষেত্রে একটি মাইলফলক হিসেবে বিবেচিত হবে। সরকারি আপিল খারিজের মধ্য দিয়ে দেশবাসীর গণতান্ত্রিক প্রত্যাশারই প্রতিফলন ঘটেছে।
বিবৃতিতে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, সরকারের আপিল খারিজ করে দেয়া এই রায় থেকে সরকার প্রয়োজনে শিক্ষা গ্রহণ করবে এবং উচ্চ আদালতের উপর প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাব সৃষ্টি এবং উচ্চ আদালতকে চাপে রাখার যাবতীয় অপকৌশল থেকে সরকার সরে আসবে।
তিনি বলেন, জনগণ প্রত্যাশা করে উচ্চ আদালত তাদের প্রদত্ত এই রায়ের প্রতি অবিচল থেকে আগামীতে তাদের সংবিধান স্বীকৃত স্বাধীন ভূমিকা জোরদার করবে।