সোমবার ● ৩ জুলাই ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে বন্যায় প্লাবিত কয়েকশ পারিবার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
আলীকদমে বন্যায় প্লাবিত কয়েকশ পারিবার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (১৯ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.২৬মি.) বান্দরবানের আলীকদমে পাহাড়ি ঢলে সৃষ্ঠ বন্যার পানিতে প্লাবিত কয়েকশ বাড়ি-ঘর। পানিবন্দী রয়েছে হাজারো মানুষ। এছাড়াও আলীকদম-লামা-ফাসিয়াখালি সড়কের উপর দিয়ে প্রাবাহিত হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। সড়কের বেশ কয়েটি পয়েন্টে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার পানি। গত দুই দিনের টানা বর্ষনে পাহাড়ি ঢলের পানিতে মাতামুহুরী নদী ও বিভিন্ন ঝিরিগুলোর উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় নদীর তীরবর্তী ও নিচু এলাকার কয়েকশ বাড়ি ঘর তলিয়ে গেছে।
৩নং নয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফোগ্যা মার্মা, এলাকার সচেতন মহল ও সংবাদ কর্মীদের একটি দল সরেজমীনে বন্যা পরিস্থিতি পরিদর্শন করেন। পরিদর্শনে দেখা যায়, বন্যায় প্লাবিত হওয়া আলীকদম উপজেলার মংচা পাড়া, রোয়াম্ভু, বশির কারবারী পাড়া, যোগেন্দ্র পাড়া, মোস্তাক পাড়া, রেপার পাড়া বাজার পাড়া, ছাবের মিয়া পাড়া, আমতলীর চরসহ বেশ কিছু এলাকায় কয়েকশ ঘরবাড়ি বন্যার পানিতে প্লাবিত হয়েছে। প্রায় দুই হাজারেরও বেশি মানুষ পানিবন্দী হয়েছে। এসময় চেয়ারম্যান ফোগ্য মার্মা নিজস্ব তহবিল থেকে হত দরিদ্র বেশ কিছু পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন এবং দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নায়িরুজ্জামান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের জন্য সংশ্লিষ্ঠ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদেরকে পূর্ব থেকেই বলা আছে যে, বন্যা পরিস্থিতির অবনতি হলে সাথে সাথে বন্যার্থদেরকে যেন নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়। প্রয়োজনে বিদ্যালয়গুলোতে খুলে দেওয়া হবে। এছাড়াও বন্যা পরবর্তী চেয়ারম্যানদের প্রতিবেদনের উপর ভিত্তি করে ত্রাণ ও পূনর্বাসনের জন্য ত্রাণ ও অর্থ চাহিদা করা হবে।