মঙ্গলবার ● ৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিরীহ হিন্দু পরিবারের ৪ জন আহত
নবীগঞ্জে প্রতিপক্ষের হামলায় নিরীহ হিন্দু পরিবারের ৪ জন আহত
নবীগঞ্জ প্রতিনিধি :: (২০ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.৩২মি.) নবীগঞ্জের পল্লীতে পূর্ব বিরোধের জের প্রতিপক্ষের হামলায় নিরীহ হিন্দু পরিবারের ৪ জন আহত হয়েছে। আহত অবস্থায় বীনা রাণী দাশ(৫০),সুমন দাশ(২৫),সীমা রানী দাশ(২১),শিমুল দাশ(৮)কে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাকে ও মুখে গুরুতর আঘাত জনিত কারনে ৩ জুলাই সোমবার বিকালে আহত অবস্থায় বীনা রাণী দাশ(৫০),সুমন দাশ(২৫)কে কর্তব্যরত ডাক্তার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ ব্যাপারে কৃপেশ দাশ বাদী হয়ে গত শনিবার নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে সুত্রে জানাযায়,নবীগঞ্জ উপজেলার করগাও ইউনিয়নের পাঠলী বুরুঙ্গা গ্রামের আহাদ মিয়া ও কৃপেশ দাশের মধ্যে পূর্ব থেকেই মনোমালিন্য চলে আসছিল। এরই জের ধরে গত বৃহস্পতিবার বিকালের দিকে কৃপেশ দাশের পুত্র জীবন দাশ পাশ্বর্তী ইটখলা নামক স্থানে গরু চড়াতে গিয়ে ঘুমিয়ে পরে। ঘুমিয়ে থাকাবস্থায় আহাদ মিয়ার পুত্র নিজাম উদ্দিন তার মুখে প্রশ্রাব করে দেয়। বিষয় কৃপেশ দাশের পুত্র সুমন দাশ পাশ্ববর্তী আহাদ মিয়ার বাড়ীতে জিজ্ঞাস করতে গেলে কথা কাটাকাটির জের ধরে তার পুত্র নিজাম উদিন,সেলিম মিয়া,রুবেল মিয়া গংরা দেশীয় অস্ত্র দিয়ে নিরীহ কৃপেশ দাশের বাড়ীতে এসে হামলা চালায় এতে উল্লেখিত লোকজন আহত হয়। নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎাধীন থাকাবস্থায় নাকে ও মুখে গুরুতর আঘাত জনিত কারনে গতকাল সোমবার বিকালে বীনা রাণী দাশ(৫০),সুমন দাশ(২৫)কে কর্তব্যরত ডাক্তার সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন ।
এ ব্যাপারে কৃপেশ দাশ বাদী হয়ে গত শনিবার নবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা দায়েরের পর থেকে প্রতিপক্ষের লোকজন তাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে।