মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » সিএসবি২৪ ডটকম সম্পাদককে প্রাণনাশের হুমকি
সিএসবি২৪ ডটকম সম্পাদককে প্রাণনাশের হুমকি
উখিয়া প্রতিনিধি :: কঙ্বাজারের উখিয়া কলেজ অধ্যক্ষের কার্যালয়ে ভাংচুরের ঘটনায় বিবরণ দিয়ে ফজলুল করিম স্বাক্ষরিত এক বার্তা একাধিক অনলাইন সহ প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত হলে ১৭ নভেম্বর সকাল ১১টায় অভিযুক্ত ছাত্র টিপু’র বড় ভাই মাসুদ আমিন শাকিল কলেজের আইটি কর্মকর্তা ও অনলাইন সংবাদ মাধ্যম সিএসবি২৪.কম এর সম্পাদক ও বাংলাদেশ অনলাইন নউজ পোর্টাল এসোসিয়েশনের অন্যতম সদস্য পলাশ বড়ুয়াকে অফিসে ঢুকে প্রকাশ্যে দেখে নেবে বলে হুমকি ধমকি দেয় ৷ এ সময় উত্তেজিত শাকিলকে বিষয়টি অবগত লাভা জন্য পলাশ বড়ুয়া বলেন যে, আমি নিজেও শিক্ষার্থীদের আন্দোলন বাস্তবায়নের পক্ষে সোচ্চার কিন্তু কলেজ শিক্ষার্থীদের ভাংচুরের ঘটনায় আমি সত্যিই লজ্জিত ৷ অধ্যক্ষের স্বাক্ষরিত ভাংচুরের বিষয়টি হয়ত: বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়েছে ৷ এতে আমার কোন ধরণের সংশিষ্টতা নেই ৷ তারপরও অফিসে ঢুকে প্রকাশ্যে এভাবে হুমকিতে আমার মান ক্ষুন্ন হচ্ছে ৷ এ সব বিষয়ে তিনি পরোয়া না করে পরবর্তীতে এ ধরণের সংবাদ পরিবেশন করা হলে আমাকে জানে মারার হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে ৷ পরবর্তীতে একইদিন কলেজ গভর্ণিং বডি, একাডেমিক কমিটি, সকল শিক্ষার্থীদের উপস্থিতিতে কলেজের বিভিন্ন ফি মাসিক বেতন, জরিমানা নির্ধারণ পূর্বক বিশদ আলোচনা হলেও হুমকি-দমকির বিষয়ে কলেজের আইটি কর্মকর্তা পলাশ বড়ুয়া জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানান ৷
এব্যাপারে কলেজ অধ্যক্ষ ফজলুল করিম বলেন, কলেজে চাকুরীরত কোন কর্মকর্তাকে এ ভাবে প্রকাশ্যে হুমকি দেয়ায় আমি সহ কলেজের সকল শিক্ষক, কমকর্তা, কর্মচারীর পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ৷ একই সাথে এব্যাপারে কলেজ কতৃৃপক্ষ আইনত: ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান ৷আপলোড : ১৭ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৭.৪০ মিঃ