বুধবার ● ৫ জুলাই ২০১৭
প্রথম পাতা » শিরোনাম » নবীগঞ্জ পৌরসভার বাজেট ঘোষনা
নবীগঞ্জ পৌরসভার বাজেট ঘোষনা
ছনি চৌধুরী,হবিগঞ্জ প্রতিনিধি :: (২১ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.১৯মি.) নতুন কোন ধরনের করারোপ ছাড়াই নবীগঞ্জ পৌসভার ২০১৭/২০১৮ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। ৫ জুলাই বুধবার দুপুরে নবীগঞ্জ পৌরসভার হলরুমে আয়োজিত বাজেট অনুষ্টানে সাংবাদিক সম্মেলনে উক্ত বাজেট পেশ করেন নবীগঞ্জ পৌসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী। প্যানেল মেয়র এটিএম সালামের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক জনতার এক্সপ্রেস পত্রিকার সম্পাদক ফজলুর রহমান, প্যানেল মেয়র, বাবুল দাশ, ফারজানা আক্তার পারুল, কাউন্সিলর মো. আলা উদ্দিন, সুন্দর আলী, কবির মিয়া, জাকির হোসেন, প্রানেশ দেব, সৈয়দ নাছিমা আক্তার, রোকেয়া বেগম, সহকারী প্রকৌশলী ববি মজুমদার, হিসাব রক্ষক কর্মকর্তা শেখ মো. জালাল, পৌর সচিব আজম হোসেনসহ বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। ২০১৭/১৮ অর্থ বছরের নবীগঞ্জ পৌরসভার মোট বাজেটে আয় ধরা হয়েছে ৩৬ কোটি ৮৪ লক্ষ ৭৪ হাজার ৭শত ৯০ টাকা। এবং মোট ব্যয় ধরা হয়েছে ৩৬ কোটি ৬৮ লক্ষ ৮৪ হাজার ৫শত টাকা। এর মধ্যে মোট রাজস্ব আয় ধরা হয় ৩ কোটি ৯১ লক্ষ ৭৪ হাজার ৭শত ৯০ টাকা। নিজস্ব আয় ৩ কোটি ২১ লক্ষ ৭৪ হাজার ৭শত ৯০ টাকা, রাজস্ব খাতে সরকারী অনুদান, ৭০ লক্ষ, মোট উন্নয়ন আয় ধরা হয় ৩২ কোটি ৯৩ লক্ষ টাকা।