বৃহস্পতিবার ● ৬ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে স্ত্রী হত্যা মামলায় কাউন্সিলর কারাগারে
গাজীপুরে স্ত্রী হত্যা মামলায় কাউন্সিলর কারাগারে
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২২ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ২.১৯মি.) গাজীপুরের বহুল আলোচিত চাঞ্চল্যকর গৃহবধু নুশরাত জাহান টুম্পা হত্যা মামলায় তার স্বামী সোলায়মান মিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
সোলায়মান গাজীপুর সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ডের কাউন্সিলর।
৪ জুলাই মঙ্গলবার সকালে প্রধান আসামি সোলায়মান মিয়া ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
নিহত টুম্পার পিতা মোঃ নজরুল ইসলাম জানান, গাজীপুরের ওয়ার্ড কাউন্সিলর সোলায়মান স্ত্রী ও একমাত্র সন্তান নিয়ে ঢাকার উত্তরার ৭নং সেক্টরের ৪ নম্বর রোডের ৪ নম্বর বাসায় বসবাস করতো।
২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর রাতে বাসা থেকে টুম্পাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে বলে জানান টুম্পার বাবা।
তিনি বলেন, পরে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালের মর্গে টুম্পার লাশের ময়নাতদন্ত করলে চিকিৎসকরা জানান টুম্পাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
এরপর ওই বছরের ২০ সেপ্টেম্বর নজরুল ইসলাম বাদী হয়ে মেয়ের জামাই কাউন্সিলর সোলায়মানকে প্রধান আসামি এবং তার বাবা, মা, ভাই, প্রেমিকা বুবলি ও গাড়ি চালক আমিরুলসহ ছয়জনকে আসামি করে উত্তরা পশ্চিম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, সোলায়মানের পরকীয়া সম্পর্কে প্রতিবাদ করায় শ্বাসরোধ করে টুম্পাকে হত্যা করা হয়।
এ মামলার পর প্রধান আসামি সোলায়মান দীর্ঘ দিন পলাতক ছিলেন। মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানের নির্দেশ দেন।