বৃহস্পতিবার ● ৬ জুলাই ২০১৭
প্রথম পাতা » জাতীয় » জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা -২০১৭ জনসম্মুখে প্রকাশ করুন : বনপা
জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা -২০১৭ জনসম্মুখে প্রকাশ করুন : বনপা
ঢাকা প্রতিনিধি :: (২২ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.১৩মি.) জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা -২০১৭ এর খসড়া নীতিমালা অচিরেই জনসম্মুখে প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঐতিহ্যবাহি তৃর্ণমুল পর্যায়ের নিউজ পোর্টাল মালিকদের সংগঠন বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন - বনপা’র সাধারণ সম্পাদক এএইচএম রোকমুনুর জামান রনি। ৬ জুলাই বৃহস্পতিবার ঢাকায় বনানীতে নিউজ ২১ বিডি আয়োজিত “প্রস্তাবিত অনলাইন গনমাধ্যম ও নীতিমালা বাস্তবতা” শীর্ষক মুক্ত অালোচনা সভা আলোচনা সভায় তিনি এ আহবান জানান।
তিনি আরো বলেন প্রিন্ট মিডিয়ার মত অনলাইন মিডিয়াকে ও সকল বিষয়ে একই রকম সরকারি সুযোগ সুবিধা দিতে হবে। এক দেশে প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ার জন্য বৈষম্যে নীতি সরকারের কাছ থেকে বনপা’র সদস্য সহ সকল অনলাইন মিডিয়ার কর্মীরা আশা করেন না। বিভিন্ন অনলাইন গনমাধ্যম এর সংবাদের মাধ্যমে মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান অনলাইন গণমাধ্যমের খসড়া নীতিমালা অনলাইন মিডিয়া বান্ধব হবে। কিন্তু দেশের তৃর্ণমুল পর্যায়ের নিউজ পোর্টাল মালিকরা আমরা এতে দ্বিমত পোষণ করছি। কারণ জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা -২০১৭ এর খসড়া নীতিমালায় প্রকৃত অনলাইন গনমাধ্যমের প্রতি বৈষম্যনীতি চাপিয়ে দেয়া হচ্ছে। তাই অনলাইন গণমাধ্যমের খসড়া নীতিমালার কপি হাতে পাওয়ার পর আবারও আমাদের পরবর্তী করণীয় ঘোষণা করবেন বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি শামসুল আলম স্বপন। ২০১২ সালের ন্যায় সকল অনলাইন নিউজ পোর্টাল মালিকদের একিভূত সমর্থন নিয়ে অগ্রসর হবেন অনলাইন মিডিয়ার স্বার্থে।
২০১২ সালে তথ্যমন্ত্রণালয় অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য একটি সার্কুলার জারি করে । তাতে উল্লেখ করা হয়, নিবন্ধিত হতে হলে ৫ লক্ষ টাকা জামানত বাবদ ও ৫০ হাজার টাকা রেজিষ্ট্রেশন ফি বাবদ প্রদান করতে হবে। এই সার্কুলারের বিরুদ্ধে ক্ষোভে ফেঁটে পড়েন নিউজ পোর্টাল মালিকরা । এর প্রতিবাদে আন্দোলনের ডাক দেন শামসুল আলম স্বপন । একই সালের ১৫ অক্টোবর জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে ওই সার্কুলারের বিরুদ্ধে বড় ধরনের সমাবেশ ঘটান ।
৭ বিভাগের সাংবাদিক নেতৃবৃন্দ তথ্যমন্ত্রণালয়ের সার্কুলার বাতিল করে বিনামূল্যে নিউজ পোর্টাল নিবন্ধনের দাবী জানিয়ে যুপোযুগি গঠনমূলক বক্তব্য রাখেন । তাতে নিউজ পোর্টাল মালিকরা একমত হয়ে সমর্থন দেয় । তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র উপস্থিতিতেই বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন-বনপা নামে সংগঠনের আত্মপ্রকাশ করে। তথ্যমন্ত্রণালয়ের সার্কুলারের বিরুদ্ধে পোর্টাল মালিকদের কঠোর মনোভাব লক্ষ্য করে তথ্যমন্ত্রী তাৎক্ষনিক ভাবে ওই সার্কুলার বাতিলের ঘোষণা দেন।
পরবর্তীতে তথ্যমন্ত্রী দুটি কমিটি গঠন করেন অনলাইন নীতিমালা বাস্তবায়ন করার জন্য। সরকার গঠিত দুটি কমিটিতে বনপা’র সভাপতি শামসুল আলম স্বপনকে সদস্য করা হয়। কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় গত ১৯ জুন ২০১৭ জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার নিয়মিত বৈঠকে নীতিগত ভাবে পাশ করা হয়েছে “জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা -২০১৭” এতে নিউজ পোর্টাল মালিকদের মতামত প্রতিফলিত হয়নি বলে নিউজ পোর্টাল মালিকরা দাবি করেন ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন শরিফুল ইসলাম খান,সাধারণ সম্পাদক, বাংলাদেশ অনলাইন মিডিয়া এসোসিয়েশন-বোমা, সাহিদ সিরাজী,প্রধান সম্পাদক, এপিপি বাংলা, এস এম সামসুল হুদা,সদস্য সচিব, বাংলাদেশ অনলাইন টেলিভিশন এসোসিয়েশন, রোকমুনুর জামান রনি,সাধারণ সম্পাদক, বাংলাদেশ অনলাইন নিউজপোর্টাল এসোসিয়েশন-বনপা, নাসিরুদ্দিন বুলবুল,সম্পাদক, ভোরের বানী, আবু সুফিয়ান রতন,সম্পাদক, ফটো নিউজ, মোহাম্মদ সজিব খান,যুগ্ম সম্পাদক, বিডি টুডেজ, আব্দুল ওয়াদুদ সম্পাদক, তরঙ্গ নিউজ ও মেহেদি হাসান প্রমুখ।
সভায় বক্তারা অবিলম্বে মন্ত্রিসভায় অনুমোদিত খসড়া অনলাইন গণমাধ্যম নীতিমালা-২০১৭ জনসম্মুখে প্রকাশ করার দাবি জানান। এছাড়া সভায় স্বল্প সময়ের মধ্যে আগামীতে ঢাকায় সকল সমমনা অনলাইন গণমাধ্যম সংগঠনের সমন্বয়ে জাতীয় অনলাইন গণমাধ্যম সম্মেলন অনুষ্ঠানের আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।