বৃহস্পতিবার ● ৬ জুলাই ২০১৭
প্রথম পাতা » কৃষি » আলীকদমে বন্যায় কবলিতরা ত্রাণ পায়নি
আলীকদমে বন্যায় কবলিতরা ত্রাণ পায়নি
হাসান মাহমুদ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (২২ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৪৭মি.) আলীকদম উপজেলায় বন্যায় প্লাবিতরা এখনো পর্যন্ত ত্রাণ পায়নি। বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকাও এ পর্যন্ত পাওয়া যায়নি বলে স্বীকার করেছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। এবিষয়ে উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের চরম দায়িত্বহীনতাকে দায়ী করছেন এলাকাবাসী।
জানা গেছে, গত সোমবার থেকে টানা বর্ষণে পাহাড়ি খরস্রোতা মাতামুহুরীতে পানি ফুলে উঠে। উপজেলার চারটি ইউনিয়নের নদী তীরবর্তী এলাকাগুলো তলিয়ে যায় বানের পানিতে। শত শত বাড়িঘর বন্যার পানিতে ডুবে যায়, পানিবন্দি হয়ে পড়ে হাজার হাজার মানুষ।
সরেজমিন পরিদর্শনকালে দেখা গেছে, সদর, নয়াপাড়া, চৈক্ষ্যং ও কুরুকপাতা ইউনিয়নের নদী তীরবর্তী বাড়িঘরগুলো মাতামুহুরী নদীর পানিতে তলিয়ে যায়। অসহায় লোকজন ত্রাণের জন্য হাহাকার করতে থাকে। ইঞ্জিনচালিত নৌকাযোগে পরিদর্শনকালে নয়াপাড়া ইউপি চেয়ারম্যানকে কয়েকটি পরিবারকে নগদ অর্থ সহায়তা দিতে দেখা গেছে।
উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সমর রঞ্জন বড়ুয়া সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, সাম্প্রতিক বন্যা ও ঘুর্ণিঝড় পরবর্তী জেলা ও উপজেলা প্রশাসনের ত্রাণ সহায়তা পায়নি জনগণ। এটি প্রশাসনের ব্যর্থতা। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরীতে স্থানীয় প্রশাসনের উদাসীনতা ও জনপ্রতিনিধিরে ব্যর্থতা রয়েছে। তিনি অভিযোগ করেন, জুন ফাইনালে ভূয়া বিভিন্ন প্রকল্প দেখিয়ে সরকারি টাকা নয় ছয় করা নিয়ে প্রশাসন ও প্রতিনিধিরা ব্যস্ত। এ কারণে তাদের বানভাসি মানুষের হয়ে কাজ করা সময় নেই।
জানতে চাইলে সদর ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা জামাল উদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমার ইউনিয়নে শতাধিক পরিবার বন্যায় আক্রান্ত হয়েছে। তবে এ পর্যন্ত সরকারিভাবে কোন ত্রাণ সহায়তা পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, আমরা চেয়ারম্যানদেরকে জরুরী নির্দেশনা দিয়েছি। কিন্তু তারা এখনো কোন তালিকা না দেওয়ায় ত্রাণ সহায়তা প্রদানে বিলম্ব হচ্ছে। তালিকা পাওয়া মাত্রই আমরা যথাযথ ব্যবস্থা নেব।