সোমবার ● ২১ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » মুক্তমত » প্রিন্ট হচ্ছে বজ্রকন্ঠ
প্রিন্ট হচ্ছে বজ্রকন্ঠ
নিজস্ব প্রতিবেদক :: চারিদিকে অনলাইন গণমাধ্যমের জয়জয়কার! দিনে দিনে এই প্রসার আরো বিসত্মৃত হচ্ছে৷ রেডিও, পত্রিকা ও টেলিভিশনের মতো শক্তিশালী গণমাধ্যমে পরিণত হচ্ছে অনলাইন৷ ডিজিটাল বাংলাদেশ গঠনে অনলাইন সাংবাদিকতার কোন বিকল্প নেই৷
অনলাইনে বিশেষ করে নিউজ পোর্টাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মনত্মব্য বা লেখালেখির বিষয়ে ব্যক্তিগত মত প্রকাশের স্বাধীনতার কোন বিকল্প নেই৷ গণতন্ত্রের বিকাশে এটা অপরিহার্য হাতিয়ার৷ এরই মধ্যে নতুন ভাবনা, পরিবর্তনের প্রত্যয়, আর সাদাকে সাদা আর কালোকে কালো বলার সাহসিকতা নিয়ে দিন দিন এগিয়ে যাচ্ছে প্রিয় অনলাইন পত্রিকা বজ্রকন্ঠ.কম৷ বজ্রকন্ঠ.কম খুব শিগগিরই একটি বড়ধরণের পরিবর্তন নিয়ে আসছে৷ এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতর উপলৰে বজ্রকন্ঠ.কম প্রিন্ট সংস্করণের বিশেষ সংখ্যা বের করতে যাচ্ছে৷ এই বিশেষ সংখ্যায় দেশ-বিদেশের উদিয়মান লেখকদের লেখা প্রকাশ করা হবে৷ যারা এই বিশেষ সংখ্যায় লেখা প্রকাশ করতে ইচ্ছুক তারা আগামী ২৩ সেপ্টম্বও তারিখের মধ্যে নিজেদের লেখা পাঠিয়ে দিন৷
লেখা পাঠানো ঠিকানা
01745270569
SMS TEXT MESSAGE ONLY
01745708520