শুক্রবার ● ৭ জুলাই ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » ফের গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে আসাদুর রহমান কিরণ
ফের গাজীপুর সিটির ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে আসাদুর রহমান কিরণ
মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৩ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৮মি.) ফের গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব নিলেন আসাদুর রহমান কিরণ।
৬ জুলাই বৃহস্পতিবার বিকেলে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন।
এসময় গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে.এম রাহাতুল ইসলাম, সচিব মো. আসলাম হোসেন, প্রধান নির্বাহী প্রকৌশলী মো. আকবর হোসেনসহ অন্যান্য কর্মকর্তা ও কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।
বিকেলে ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ তার কার্যালয়ে বসলে গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
মেয়রের চেয়ারে বসে আসাদুর রহমান কিরণ বলেন, নতুন সিটি কর্পোরেশন হিসেবে অনেক সীমাবদ্ধতা সত্বেও গেল চার বছরে নাগরিকদের কাঙ্খিত সেবা দিতে চেষ্টা করে গেছি, আশা করছি নগর উন্নয়নে আগামী এক বছরে কিছু করতে পারব।
এর আগে এম এ মান্নানের অবর্তমানে ২০১৫ সালের ৮ মার্চ থেকে প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্বে ছিলেন। আদালতের পূর্ণাঙ্গ রায়ের কপি নিয়ে এ বছরের (২০১৭) ১৮ জুন অধ্যাপক এম এ মান্নান ফের মেয়রের দায়িত্ব নেন। বৃহস্পতিবার বিকেলে ই-মেইল যোগে অধ্যাপক এম এ মান্নানের সাময়িক বরখাস্তের আদেশ নগর ভবনে পৌঁছে। দুদকের দায়ের করা একটি মামলায় আদালতে চার্জশিট গৃহীত হওয়ায় তাকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়।
৬ জুলাই বৃহস্পতিবার গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনের ৫ বছর মেয়াদ কালের ৪ বছর পূর্ণ হয়েছে। ২০১৩ সালের ৬ জুলাই গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হয়।