শুক্রবার ● ৭ জুলাই ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » সরকার শিক্ষাক্ষেত্রে অধিক গুরুত্ব দিয়ে অাসছে : ইফতেখার হোসেন বাবুল
সরকার শিক্ষাক্ষেত্রে অধিক গুরুত্ব দিয়ে অাসছে : ইফতেখার হোসেন বাবুল
রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (২৩ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৩মি.) সরকার শিক্ষাখাতকে সবসময় অধিক গুরুত্ব দিয়ে আসছে। নতুন প্রজন্মকে আধুনিক শিক্ষায় শিক্ষিত হবে। আধুনিক শিক্ষা অর্জন করতে হলে জ্ঞান বিজ্ঞানের চর্চায় দেশকে এগিয়ে নিতে হবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপশি নৈতিক শিক্ষায় ও শিক্ষিত হতে হবে। সামাজিক অবক্ষয় রোধে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে। বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইন্সষ্টিটিউট থেকে পাস করা রাঙ্গুনিয়ার মেধাবী শিক্ষার্থীরা দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ভাল অবস্থানে থেকে দেশ গঠনে অবদান রাখছে। ৭ জুলাই শুক্রবার বাংলাদেশ- সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) রাঙ্গুনিয়া ইউনিটের উদ্যোগে ৫১ তম ব্যাচের নবীন বরন, ৪৭ তম ব্যাচের বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি কেন্দ্রীয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুল এসব কথা বলেন।
রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর চৌমুহনী জিলানী কমিউনিটি সেন্টারে রাঙ্গুনিয়া বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশল পরিষদ সভাপতি ও আইডিইবি কেন্দ্রীয় কমিটির কাউন্সিলর প্রকৌশলী রুবেল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধকের বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ।
বিশেষ অতিথি উপস্থিত হিসাবে ছিলেন মরিয়ম নগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুল হক হিরু, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শামসুদ্দোহা সিকদার আরজু ও সাধারণ সম্পাদক মো. ইউনুছ।
এসময় চট্টগ্রাম উত্তরজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের সভাপতি বখতিয়ার উদ্দিন, মরিয়ম নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন সেতু,আওয়ামীলীগ নেতা আবদুর রহিম, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্মলীগ সভাপতি মো. জসিম, সাধারণ সম্পাদক সুপায়ন সুশীল, বিএসপিআই এর জুনিয়র ইন্সট্রাক্টর ইকবাল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নাছির উদ্দিন রিয়াজ, সাধারণ সম্পাদক মো. দিদারুল আলম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. নুরুল আলম, উপজেলা যুবলীগের যুগ্ন সম্পাদক মো. ওমর ফারুক, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সাংগঠনিক সম্পাদক জমির হোসেন, বিএসপিআই এর প্রাক্তন ছাত্র মাসুদুর রহমান ও মো. সাইমন প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনিস্টিটিউটের ছাত্র মো. ফরহাদ, জাহেদুল আলম, আশরাফ আলী মাসুম, মো. মোরশেদ, আরমান চৌধুরী, মহিউদ্দিন আজাদ ও রাসেল উদ্দিন ।