শুক্রবার ● ৭ জুলাই ২০১৭
প্রথম পাতা » পটুয়াখালী » অনলাইন নিউজ পোর্টাল সাগরকন্যা’র সম্পাদক বিপ্লবের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলায় নিন্দা
অনলাইন নিউজ পোর্টাল সাগরকন্যা’র সম্পাদক বিপ্লবের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলায় নিন্দা
পটুয়াখালী প্রতিনিধি :: (২৩ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২০মি.) কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি, বরিশাল বিভাগের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সাগরকন্যা’র সম্পাদক ও প্রকাশক, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং দৈনিক যুগান্তর’র কুয়াকাটা প্রতিনিধি নাসির উদ্দিন বিপ্লবের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির একটি মামলা দায়ের হয়েছে। মহিপুর থানার লতাচাপলী ইউনিয়ন বিএনপি নেতা মতিউর রহমানের দায়ের করা মামলায় সাংবাদিক নাসির উদ্দিন বিপ্লব এবং তার বাবা কলাপাড়া মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আলহাজ্ব আব্দুস সাত্তার ফরাজীকে উদ্দেশ্য মূলকভাবে আসামী করা হয়েছে। এ বিষয়ে কুয়াকাটা প্রেসক্লাবে ৭ জুলাই শুক্রবার সকাল ১০টায় একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় মিথ্যা মামলা দায়েরে তীব্র প্রতিবাদ, নিন্দা জ্ঞাপন এবং মামলা প্রত্যাহারেরও দাবি জানিয়েছেন কুয়াকাটার সংবাদকর্মীরা।
নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু’র সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তারা বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কেবলমাত্র হয়রানীর উদ্দেশ্যে মিথ্যা এ চাঁদাবাজির মামলাটি দায়ের করা হয়েছে।
এদিকে, প্রতিবাদ সভায় প্রেসক্লাবের সকল সাংবাদিকদের দাবীর প্রেক্ষিতে মামলাটির বিষয়ে জানতে ও কথা বলতে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
প্রতিবাদ সভায় নিন্দা জানিয়ে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট (ইনকিলাব), সাবেক সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বেতার), সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান (নয়াদিগন্ত), নির্বাহী সদস্য বাবু অনন্ত মুখার্জী (শাহানামা), সহ-সভাপতি কাজী সাঈদ (সংবাদ), দপ্তর সম্পাদক খান এ রাজ্জাক (সমকাল), যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আমির (বিজয়টিভি), সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক শেখ ইসাহাক আলী (বরিশাল বার্তা), সদস্য জহিরুল ইসলাম মিরন (বাংলাভিশন), এম জাকির হোসাইন (সময়ের বার্তা) ও সাইদুর রহমান (বাংলাদেশ টু-ডে) প্রমুখ।