শুক্রবার ● ৭ জুলাই ২০১৭
প্রথম পাতা » ময়মনসিংহ » রাজশাহীর পর এবার ভালুকায় গোখড়ার আস্তানা থেকে ২১ সাপ মারা হয়েছে
রাজশাহীর পর এবার ভালুকায় গোখড়ার আস্তানা থেকে ২১ সাপ মারা হয়েছে
ময়মনসিংহ অফিস :: (২৩ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.২৪মি.) রাজশাহীর এক বাড়ির শয়নকক্ষে ২৮টি এবং অপর একটি বাড়ির রান্নাঘরে ১২৫টি গোখড়া সাপের পর এবার ময়মনসিংহের ভালুকায় বিষধর সাপের একটি আস্তানা থেকে ২১টি সাপ পিটিয়ে মেরে ফেলা হয়েছে।
ময়মনসিংহের ভালুকা উপজেলার বাশিল গ্রামের কাদির খান নামে এক ব্যক্তির বসত ঘর উদ্ধারের পর এ সাপগুলো পিটিয়ে মেরে ফেলা হয়েছে গতকাল বৃহস্পতিবার । এ ঘটনায় ওই পরিবার ও আশাপাশের বাড়ির বাসিন্দাদের মাঝে সাপ আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয়রা জানান, বাশিল গ্রামের কাদির খানের একটি বসত ঘরের সংস্কার কাজ চলছিল। এ অবস্থায় প্রতিদিন কাজ শেষে রাজ মিস্ত্রীরা তাদের কাজের যন্ত্রপাতি গৃহকর্তার ঘরের বারান্দায় রেখে যায়। পরে গতকাল বৃহস্পতিবার রাজমিস্ত্রী সহযোগী সুজন মিয়া কাজের জন্য জিনিসপত্র আনতে গেলে একটি সাপ চোখে পড়ে। তিনি ও তার সহকর্মী নবী হোসেন ও হাদিস মিয়ার সহযোগিতায় সাপটিকে মেরে ফেলেন।
এ সময় বেরিয়ে আসে আরো বেশ কয়েকটি সাপ। এ অবস্থায় ভয়ে রাজমিস্ত্রী শ্রমিকদের চিৎকারে প্রতিবেশীদের সহযোগিতায় লোহার রড ও বাশ দিয়ে পিটিয়ে একে একে ২১ গোখড়া সাপ মারা হয়।
কাদির খান জানান, “একসাথে এতগুলো সাপ আর কখনো দেখিনি। সব মিলিয়ে ২১টি সাপ মারা হয়েছে। এ ঘটনার পর থেকে লোকজন আতঙ্কে রয়েছে।”