শিরোনাম:
●   দাবি না মানলে ২৮ জানুয়ারি থেকে কর্ম বিরতি ●   ঈশ্বরগঞ্জে ইউপি চেয়ারম্যানকে অপসারণের দাবিতে মানববন্ধন ●   আত্রাইয়ে গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   আত্রাইয়ে হাতুরিতে আহত কৃষি শ্রমীকের মৃত্যু ●   সিলেটে বনভান্তের ১০৬ তম জন্মবার্ষিকী পালন ●   রংপুর বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নে নির্বাচনী তফসীল ঘোষণা ●   রাঙামাটি জেলা বিএনপির নেতা সাইফুল ইসলাম ভুট্টোর দলীয় স্থগিতাদেশ প্রত্যাহার ●   কাউখালিতে দিনব্যাপী সম্প্রীতি ফুটবল টুর্ণামেন্ট আগামী ২৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে ●   কাউখালীতে আজিমুশশান সুন্নী সম্মেলন ●   রাবিপ্রবি’তে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ●   শহীদদের আত্মত্যাগকে ক্ষমতার সিডি হিসাবে ব্যবহার করা হয়েছে ●   ঈশ্বরগঞ্জে ব্রেস্ট ক্যান্সার প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত ●   শিক্ষকদের গবেষণা দেশের সামগ্রিক উন্নয়নে অবদান রাখছে : চুয়েট ভিসি ●   রামগড়ে আড়াই লাখ টাকা জরিমানা : ৫টি ইটভাটা বন্ধ ●   নবীগঞ্জে সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১ ●   রাবিপ্রবি’তে মতবিনিময় সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অনুপ কুমার চাকমা ●   রংধনু ক্লাবের সম্মাননা পেলো সংবাদ কর্মী আকতার হোসেন ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের শিক্ষার্থী এওয়ার্ড প্রদান অনুষ্ঠান সম্পন্ন ●   গোলাপগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ●   পার্বতীপুর জামায়াতের মোটরসাইকেল শোডাউন ●   মিরসরাইয়ে বিএনপি-স্বেচ্ছাসেবক দলের নেতা খুন : স্থানীয় নেতাকর্মীদের স্বাক্ষ্য গ্রহণ করলো তদন্ত কমিটি ●   অর্থনৈতিক বৈষম্য দূর না হলে রাজনৈতিক সংস্কার টেকসই হবেনা ●   ঈশ্বরগঞ্জে জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকী পালিত ●   চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে গাড়ির ধাক্কায় যুবকের মৃত্যু ●   রংধনু ক্লাবের কার্যকরী পরিষদের অভিষেক ●   কাশখালী রশিদিয়া তা’লীমুল কুরআন একাডেমীতে বার্ষিক মাহফিল সম্পন্ন ●   পানছড়িতে সন্ত্রাসীদের দ্বারা ৩জন হামলার শিকার ●   আলীকদমে সড়কে ঝরলো ৩ প্রাণ ●   ঈশ্বরগঞ্জে রবিদাস সম্প্রদায়ের মাঝে কম্বল বিতরণ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ১০ মাঘ ১৪৩১



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৮ জুলাই ২০১৭
প্রথম পাতা » কুষ্টিয়া » হিজড়া সাংবাদিকের কোন শত্রু নেই ! সাংবাদিক নেতা শামসুল আলম স্বপনের বিশেষ সাক্ষাতকার
প্রথম পাতা » কুষ্টিয়া » হিজড়া সাংবাদিকের কোন শত্রু নেই ! সাংবাদিক নেতা শামসুল আলম স্বপনের বিশেষ সাক্ষাতকার
শনিবার ● ৮ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হিজড়া সাংবাদিকের কোন শত্রু নেই ! সাংবাদিক নেতা শামসুল আলম স্বপনের বিশেষ সাক্ষাতকার

---সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম :: (২৪ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১১.৩২মি.) কুষ্টিয়ার সাহসী কলম সৈনিকের এক জীবন্ত প্রতিকৃৎ শামসুল আলম স্বপন । অন্যায়ের কাছে মাথা নত করেননি কোন দিন তিনি। হুমকি ধামকি জেল জুলুম ধমাতে পারেনি শামসুল আলম স্বপন কে। তিনি চরমপন্থী অধ্যুষিত কুষ্টিয়াসহ দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা সমুহের সন্ত্রাসী - চরমপন্থী, রাজনৈতিক দুর্ববৃত্ত ও ঘুষখোর-দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে সিরিজ সংবাদ প্রকাশ করে তাদের রোষানলে পড়েন বিভিন্ন সময়ে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ লেখার কারণে ৪ দলীয় জোট সরকারের আমলে প্রায় দেড় ডজন মামলার আসামী হতে হয়েছিল তাঁকে। এখনো শেষ হয়নি তাঁর বিরুদ্ধে শত্রুতা । আমরা এই অকুতোভয় কলম সৈনিক বিশিষ্ট সাংবাদিক নেতা শামসুল আলম স্বপন এর সাথে মোবাইলে আলাপ করে প্রতিবেদন তৈরী করেছি। সাক্ষাতকারটি গ্রহন করেছি আমি জুঁই চাকমা, বার্তা সম্পাদক, সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম ব্যক্তগিত পরচিয় : রাঙামাটি ।
প্রশ্ন : আপনার এত শত্রু কেন ?
স্বপন : আমি পেশাজীবি সাংবাদিক । আমার দায়িত্ব হলো বস্তুনিষ্ট সংবাদ তুলে ধরা। আমার লেখা সংবাদ যাদের পক্ষে যায় তারা আমাকে ধন্যবাদ জানায় আর যাদের বিপক্ষে যায় তারা আমাকে গালি দেয় না হয় মামলা করে। প্রবাদ আছে “মরা সাপের গায়ে কেউ লাঠি দিয়ে আঘাত করে না” । অনেকই এই মহান পেশাকে পুজিঁ করে নিজের ভাগ্যের চাকা ঘুরানোর জন্য রাজনৈতিক দুর্ববৃত্ত ও ঘুষখোর-দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তাদের লেগ টাচ্ করে এবং লেগ ডাষ্ট কপালে লাগায় । তাদের তো কোন শত্রু থাকতে পারে না। আমি মনে করি ওই সব “হিজড়া সাংবাদিকের কোন শত্রু নেই” । যারা সত্য লেখে এবং সত্য প্রকাশ করে তাদের শত্রু থাকবেই। আর আমার শত্রু আছে বলেই মহান আল্লাহ পাকে দরবারে আমি শুকরিয়া আদায় করি। আমার বিরুদ্ধে দেড় ডজন মামলা হলেও আদালত সকল মামলা থেকে আমাকে বে-কসুর খালাস দিয়েছে। এ ক্ষেত্রে গর্বভরে বলতে পারি আমি আদালত থেকে পরীক্ষিত একজন নির্দোষ সাংবাদিক ।
আপনি জানেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমের প্রকাশক ও সম্পাদক শ্রদ্ধেয় নির্মল বড়ুয়া মিলন দাদা বস্তু নিষ্ঠ সংবাদ লেখার কারণে তাঁর বিরুদ্ধে সম্প্রতি ৫৭ ধারায় দুটি মামলা করে দুর্বৃত্তরা । সেই মামলা থেকে তিনি জামিন নিয়ে আসার পর তাঁকে অপহরণ করা হয় । বনপা’র আন্দোলনের প্রেক্ষিতে তাঁকে ১২ ঘন্টার মধ্যে ছেড়ে দিতে বাধ্য হয় অপহরণকারীরা । নির্মল বড়ুয়া মিলন যদি দুর্বৃত্তদের বিরুদ্ধে সংবাদ না লিখে তিনি তাঁদের তোয়াজ তোষামোদী করতেন তা হলে কি কেউ তাঁর বিরুদ্ধে শত্রুতা করতো ?
সম্প্রতি কুষ্টিয়ার একটি শিল্প প্রতিষ্ঠানে চালা ভেঙ্গে দু’জন শ্রমিক মারা গেলেও আমি এবং সাংবাদিক রবিউল হক খান ছাড়া কোন সাংবাদিক এ বিষয়ে বস্তুনিষ্ট সংবাদ প্রকাশ করেন নি। আমাদের নিউজের কারণে ওই প্রতিষ্ঠানের মালিক আর্থিক ভাবে ক্ষতি গ্রস্থ হয়েছেন । বলেন তিনি কি আমাদের ধরে চুমা খাবেন ?
প্রশ্ন : আপনি বনপা’র প্রতিষ্ঠাতা সভাপতি ও অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য নীতিমালা কমিটির সদস্য । বর্তমান অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের অগ্রগতি কতটুকু ?
স্বপন : আমি ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানাবো তিনি তাঁর মন্ত্রী সভায় অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য খসড়া নীতিমালা অনুমোদন দিয়েছেন। কিন্তু এখন পর্যন্ত এ ব্যাপারে গেজেট প্রকাশ হয়নি। তা ছাড়া খসড়া নীতিমালাতে কি আছে তা আমরা জানিনা। প্রযুক্তিবিদ শ্রদ্ধেয় মোস্তফা জাব্বারের নেতৃত্বে আমরা ৬ সদস্যের কমিটি প্রায় দু ’বছর ধরে যে নীতিমালা খসড়া করে তথ্যমন্ত্রী মহোদয়ের কাছে জমা দিয়েছিলাম তা পুরোপুরি ঠিক আছে কিনা এখনো জানা যায়নি। তবে মন্ত্রী পরিষদ থেকে খসড়া নীতিমালা অনুমোদন হওয়ার পর প্রেসব্রিফিং থেকে যত টুকু জানা গেছে তাতে অনুমোদিত খড়সা নীতি মালায় সাংবিধানিক ভাবে সাংঘর্ষিক কিছু পয়েন্ট রয়েছে বলে মনে হচ্ছে । যেমন ধরুন অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য কোন ফিস নেয়ার কথা আমরা বলিনি। কিন্তু বলা হলো অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য নির্ধরিত ফিস দিতে হবে। আমার প্রশ্ন প্রিন্ট মিডিয়া অনুমোদনের জন্য যখন সরকার এক টাকাও নেয় না। তখন অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য কোন ফিস নেবে কেন ? এক দেশ, এক সংবিধান সেখানে একই বিষয়ে দু’টি আইন হতে পারে না। এ ব্যাপারে মন্ত্রী সভায় অনুমোদিত খসড়া নীতিমালা পেলে আমরা বনপা থেকে তা খতিয়ে দেখবো । যদি সাংঘর্ষিক কিছু থাকে আমরা প্রথমে তথ্য মন্ত্রী মহোদয়ের সাথে আলাপ করবো । তিনি যদি সমাধান দেন ভালো না দিলে মাননীয় প্রধান মন্ত্রী হস্তক্ষেপ কামনা করবো । ব্যর্থ হলে নিউজ পোর্টাল মালিকদের স্বার্থে বনপা’র পক্ষ থেকে আদালতের আশ্রয় নেব। সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে সাক্ষাতকার দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ ।
স্বপন : সিএইচটি মিডিয়া এবং আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।
শামসুল আলম স্বপন ১৯৮০ সালে নিজ গ্রামে গ্রামবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠা করেন “শাহাপুর প্রাথমিক বিদ্যালয় ও জাগরণী ক্লাব”, ১৯৯২ সালে প্রতিষ্ঠা করেন “সেবা (পল্লী উন্নয়ন সংস্থা)” নামে এনজিও, ২০০১ সালে প্রতিষ্ঠা করেন “সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশন (সাকফা)“ নামে সাংবাদিকদের জন্য এনজিও, ২০০৩ সালে প্রতিষ্ঠা করেন “সেবা কম্পিউটার ট্রেনিং সেন্টার”, ২০০৯ সালে নিজ গ্রামে গ্রামবাসীর সহযোগিতায় তিনি প্রতিষ্ঠা করেন “শাহাপুর পশ্চিমপাড়া জামে মসজিদ”, ২০১০ সালে প্রতিষ্ঠা করেন “বিজয় নিউজ ২৪ ডটকম” নামে অনলাইন পত্রিকা, ২০১২ সালে প্রতিষ্ঠা করেন অনলাইন নিউজ পোর্টাল মালিকদের জাতীয় সংগঠন “বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশন (বনপা)”, ২০১৪ সালে প্রতিষ্ঠা করেন “জাতীয় অনলাইন প্রেসক্লাব”, ২০১৪ সালে প্রতিষ্ঠা করেন “বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক সংস্থা”, ২০১৭ সালে সাংবাদিক রবিউল হক খানকে ব্যবস্থাপনা পরিচালক ও নিজে চেয়ারম্যানের দায়িত্ব নিয়ে প্রতিষ্ঠা করেন অনলাইন টেলিভিশন SRtv24.net ।
সাংবাদিকসহ অসহায় নিপীড়িত মানুষের কাছে তিনি বন্ধুর মত। চরমপন্থী,সন্ত্রাসী,জঙ্গি, রাজনৈতিক দুর্বৃত্ত ও দুর্নীতিবাজদের কাছে তিনি আতংক । সন্ত্রাস দমনে তিনি তাঁর লেখনি দিয়ে এবং গোপনে পুলিশ প্রশাসনকে বিভিন্ন সময় সহযোগিতা করে আসছেন।
সাহসী এই কলম সৈনিকের সাংবাদিকতায় হাতে খড়ি ১৯৭৮ সালে কুষ্টিয়ার জনপ্রিয় সাপ্তাহিক ইস্পাত পত্রিকায় । এর পর তিনি স্থানীয় দৈনিক আন্দোলনের বাজার, দৈনিক আজকের আলো, দৈনিক দেশতথ্য,দৈনিক আরশীনগর,দৈনিক জয়যাত্রা, দৈনিক গ্রামের কাগজ (যশোর), জাতীয় দৈনিক বাংলাবাজার পত্রিকা, দৈনিক সংবাদ, দৈনিক আজকের কাগজ, দৈনিক মুক্তকন্ঠে জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমান তিনি দৈনিক আমাদের সময় ও The Bangladesh Today তে জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
তাঁর জন্ম ১৯৬২ সালের ১লা জানুয়ারী কুষ্টিয়া সদর উপজেলার,ইবি থানার আব্দালপুর ইউনিয়নের শাহাপুর গ্রামে। পিতা- মুহাম্মদ আলী,মাতা-ছারা খাতুন,দু’জনই ইহকাল ত্যাগ করেছেন।
শামসুল আলম স্বপন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন ডিগ্রী লাভ করেন।
সাংবাদিকতার উপর তিনি উচ্চপর্যায়ে একাধিক প্রশিক্ষণ গ্রহন করেন এবং সমাজ সেবা ও সাংবাদিকতায় তিনি ২০১৬ সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সম্মাননা পদক, ২০১৭ সালে দৈনিক বাংলার ডাক এ্যাওয়ার্ডসহ বেশকিছু পুরষ্কার লাভ করেন।
রাজনৈতিক পরিচয় :
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপস্থিতিতে ১৯৭৯ সালে কুষ্টিয়ার বনানী সিনেমা হলে প্রত্যক্ষ ভোটে ১১ প্রতিদ্বন্দ্বিকে পরাজিত করে তিনি বৃহত্তর কুষ্টিয়া ( কুষ্টিয়া,চুয়াডাঙ্গা,মেহেরপুর) জেলা গ্রাম সরকার প্রধান নির্বাচিত হন। ২০০৮ সালে তিনি কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে সতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। বর্তমানে তিনি কোন রাজনৈতিক দলের সদস্য নন। তবে মুক্তিযুদ্ধের চেতনায় পরিচালিত দল ও বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডকে তিনি মনে প্রাণে ধারণ করেন এবং সমর্থন করেন। (সাক্ষাতকারটি মুঠোফোনে নেয়া)





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)