শনিবার ● ৮ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬১
ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬১
ময়মনসিংহ অফিস :: (২৪ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সকাল ১১.৫০মি.) ময়মনসিংহের বিভিন্ন থানায় অব্যাহত পুলিশের বিশেষ অভিযানে ৬১ জন গ্রেফতার করা হয়। সর্বশেষ গতকাল শুক্রবার রাতে পুলিশ বিশেষ এ অভিযান চালিয়ে জেলায় ৬১ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।
শনিবার (৮ জুলাই) সকালে জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নূরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতার তালিকায় শীর্ষে রয়েছে কোতোয়ালি মডেল থানা। দ্বিতীয় স্থানে রয়েছে ঈশ্বরগঞ্জ, ফুলপুর ও ভালুকা এবং তৃতীয় স্থানে মুক্তাগাছা ও গৌরীপুর থানা।
জেলা পুলিশ সূত্রে আরও জানা গেছে, কোতোয়ালি থানায় ১৩ জন, ফুলপুর, ভালুকা ও ঈশ্বরগঞ্জ থানায় ছয়জন করে মোট ১৮ জন, গৌরীপুর ও মুক্তাগাছা থানায় পাঁচজন করে ১০ জন, তারাকান্দা ও ফুলবাড়ীয়া থানায় চারজন করে মোট আটজন, গফরগাঁও ও ত্রিশাল থানায় তিনজন করে মোট ছয়জন, ধোবাউড়া ও পাগলা থানায় দুজন করে চারজন গ্রেফতার হয়েছেন। এ ছাড়া হালুয়াঘাট ও নান্দাইল থানায় একজন করে দু’জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে গত বৃহস্পতিবার দিবাগত রাতে শহরের দুই নম্বর পুলিশ ফাঁড়িতে হামলার ঘটনায় দায়ের করা মামলার দুই আসামিও রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। তিনি জানান,গ্রেফতারকৃতদের আদালতে মাধ্যমে কারাগারে পাঠানো হবে।