শনিবার ● ৮ জুলাই ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম » কর্ণফুলী নদীর ভাঙ্গনে হুমকির মুখে শিলক গ্রামের শতাধিক পরিবার
কর্ণফুলী নদীর ভাঙ্গনে হুমকির মুখে শিলক গ্রামের শতাধিক পরিবার
মাইকেল দাশ,রাঙ্গুনিয়া প্রতিনিধি :: (২৪ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ৩.৫৭মি.) রাঙ্গুনিয়াতে ভয়াবহ বন্যার পর নতুন করে কর্ণফুলী নদী ভাঙ্গনে রাঙ্গুনিয়া উপজেলার শিলক গ্রামের শতাধিক পরিবার ভয়ে অাতংকের মধ্যে দিন কাটাচ্ছে যে কোন সময়ে তলিয়ে যেতে পারে কর্ণফুলী নদীর গর্ভে। চরম দুর্ভোগে কাটছে রাঙ্গুনিয়া কর্ণফুলী নদীর দুই পাড়ে গড়ে উঠা বসতবাড়িগুলো। স্থানীয় জনগনরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে শনিবার ৮ জুলাই জানান,রাঙ্গুনিয়া শিলকের কয়েক জায়গায় বল্ক বসানো হলেও,বেশির ভাগ ভাঙ্গন এলাকায় কোন পদক্ষেপ নেয়া হয়নি।তারা বলেন শিলক গ্রামবাসী সব চেয়ে বেশি অবহেলিত।
এ ব্যাপারে শিলক ইউপি মেম্বার নুরু নবীর সাথে কথা বলে জানা যায় তিনি চেয়ারম্যানকে বলে ছিলেন কিন্তু এ ব্যাপারে এখনো পর্যন্ত কোন পদক্ষেপ নেয়া হয়নি।ইউপি মেম্বার নুরু নবী সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান তিনি চেয়ারম্যান এর সাথে অাবার কথা বলবেন। রাঙ্গুনিয়া উপজেলার শিলক ইউনিয়নের বিভিন্ন স্থানে নদী ভাঙ্গনের ফলে কয়েক বছরে অনেকে হারিয়েছে নিজ বসতবাড়ি। কর্ণফুলী নদী ভাঙ্গনের ফলে শিলক ইউনিয়নের বড়ুয়া পাড়া ও ডংগের মুখ এলাকার সৈয়দ অালী সড়ক এখন বিলুপ্তির পথে। সড়কটি রক্ষা করতে ১বার উদ্যোগ নেয়া হলে তা অারো হুমকির মুখে ফেলেছে বলে মনে করেন স্থানীয়জনগন। কারণ সড়কটিতে বল্ক বসানোর পরিবর্তে বসানো হয়েছে বালির বস্তা যা এক বর্ষাতে সাবাড় করেছে কর্ণফুলী নদী। বর্তমানে শতাধিক পরিবার হুমকিতে বসবাস করছে। এলাকাবাসীরা দৃষ্টি অাকর্ষন করেছেন কর্তৃপক্ষের কাছে তাদের ঘরবাড়ি ও চলাফেরার রাস্তাঘাট দ্রুত মেরামত করার জন্য তা না হলে সামনের বর্ষাতে যেসব প্রধান সড়ক রয়েছে তা নদীর গর্ভে বলীন হয়ে যাবে সেই সাথে হারিয়ে যাবে দরিদ্র জনগনের বসত ভিটা।