শনিবার ● ৮ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » আলীকদমে মটর সাইকেল ছিনতাইকারী আটক
আলীকদমে মটর সাইকেল ছিনতাইকারী আটক
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (২৪ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.২৭মি.) বান্দরবানের আলীকদমে এক মটর সাইকেল ছিনতাইকারীকে আটক করেছে আলীকদম পান বাজার মটর সাইকেল চালক সমিতির সদস্যরা। ৮ জুলাই শনিবার বিকাল সন্ধ্যা ৬টার সময় আলীকদম-থানচি সড়কের ডিম পাহাড় এলাকা থেকে তাকে মটর সাইকেল চিনতাইকালে আটক করা হয়েছে। পরে রাত ৯টা ৩০ মিনিটে তাকে আলীকদম সেনানিবাস এ নিয়ে আছে এবং পানবাজার মটর সাইকেল চালক সমিতির সদস্যরা চিনতাইকারীর দৃষ্টান্ত মুলক শাস্তি দাবি করে। চিনতাইকারী আলীকদম উপজেলার ৪নং কুরুপ পাতা ইউনিয়নের মারান পাড়ার মাংইং মুরুং এর ছেলে পুংরাও ম্রো (১৮)। পরে তাকে আলীকদম থানায় সোপর্দ্দ করা হয়।
প্রত্যক্ষদর্শী মটর সাইকেল চালকরা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ঘটনার দিন বিকাল আনুমানিক ৫ টা ৩০ মিনিটে পুংরাও ম্রো ও অজ্ঞাতনামা অন্য আরো একজন্য থানচি বাজার থেকে আলীকদম যাওয়ার কথা বলে উপজেলার নয়াপাড়া এলাকার আনছার আহমদ এর মটর সাইকেল রিজার্ভ নেয়। ডিম পাহাড় এলাকায় এসে তারা মটর সাইকেল দাঁড় করিয়ে ছবি তোলার কথা বলে আনছার আহমদকে পাহাড় ডালে জঙ্গলের দিকে যেতে বলে। কিন্তু আনছার আহামদ যেতে নারাজ হলে দুজন দুদিক থেকে আনছার আহামদকে পিস্তল ও ছরি দিয়ে ভয় দেখায় এবং মটর সাইকেল দিয়ে যেতে বলে। এই নিয়ে দুপক্ষের মধ্যে তর্কাতর্কির এক পর্যায়ে আরো দুটি মটর সাইকেল আসতে দেখে ছিনতাইকারীরা পাহাড়ি জঙ্গলে লাফ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় মটর সাইকেল চালকরা ছুরি সহ একজনকে ধরে ফেললেও পিস্তল বহনকারী অপর একজন পালিয়ে যায়।