বুধবার ● ১৮ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » আন্তর্জাতিক » নারীর ক্ষমতায়ন ও মানবসম্পদ উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি
নারীর ক্ষমতায়ন ও মানবসম্পদ উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানিয়েছেন স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি
ঢাকা প্রতিনিধি :: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ও সিপিএ নির্বাহী কমিটি’র চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, শুধুমাত্র আইনী কাঠামোর মাধ্যমে দেশের বাল্য বিবাহ রোধ করা সম্ভব নয় ৷ এর পাশাপাশি আমাদেরকে তৃণমূল পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির জন্য জনপ্রতিনিধিদের সাথে নিয়ে কাজ করতে হবে৷ তাহলেই এক্ষেত্রে সফলতা অর্জন করা সম্ভব হবে ৷
তিনি আজ জাতীয় সংসদের শপথ কক্ষে বাংলাদেশ জাতীয় সংসদ এবং Inter–Parliamentary Union (আইপিইউ) এর যৌথ উদ্যোগে Capacity Building for Addressing Child Marraige and Birth & Marraige Registration শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতাকালে এ কথা বলেন৷
স্পীকার বলেন, মানব উন্নয়ন সূচক, অর্থনৈতিক উন্নয়ন সূচক, দারিদ্র বিমোচন, মাতৃ ও শিশু মৃ্ত্যু হার হ্রাসের মাধ্যমে সহস্রাব্দের উন্নয়ন লক্ষমাত্রা অর্জনে বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল৷ বাংলাদেশে বাল্য বিবাহের হার উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে৷ এই প্রচেষ্টা অব্যাহত থাকলে ভবিষ্যতে এ হার আরো কমে আসবে৷
স্পীকার এসময় নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতাকরণ নিশ্চিতকরণসহ মানবসম্পদ উন্নয়নে সকলকে একযোগে কাজ করার আহবান জানান৷
স্পীকার সমাজ থেকে বাল্য বিবাহ দূরীকরনের জন্য সমাজের সকল শ্রেনী ও পেশার মানুষকে একসাথে কাজ করার আহবান জানিয়ে বলেন, দারিদ্রতা বাংলাদেশে বাল্য বিবাহের অন্যতম বড় কারণ হলেও এর পাশাপাশি সামাজিক বৈষম্য, ধর্ম, সামাজিক রীতিনীতি, নৈতিক শিক্ষা অর্জনের অভাব, কুসংস্কার এবং মেয়েদের নিরাপত্তাহীনতা এর জন্য দায়ী৷ তাই বাল্য বিবাহ রোধ ও সামাজিক সচেতনতা সৃষ্টিতে সাধারন মানুষের পাশাপাশি সংসদ সদস্যদের এগিয়ে আসতে হবে৷
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব মোঃ আশরাফুল মকবুলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর মোঃ হাবিবে মিল্লাত এমপি এবং আইপিইউ এর কনসালটেন্ট মিজ ব্র্রিগিটি ফিলিয়ন (Ms. Brigitte filion) ৷ অনুষ্ঠানে হুইপ মোঃ শাহাব উদ্দিন, পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদসহ সংসদ সদস্যবৃন্দ এবং আইপিইউ এর প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন৷
আপলোড : ১৮ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯.১৮ মিঃ