রবিবার ● ৯ জুলাই ২০১৭
প্রথম পাতা » বগুড়া » গাবতলীতে বিএনপি’র সদস্য সংগ্রহ অভিযান শুরু
গাবতলীতে বিএনপি’র সদস্য সংগ্রহ অভিযান শুরু
বগুড়া প্রতিনিধি :: (২৫ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৮মি.) বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দল অংশ গ্রহন করবে। সে জন্য সরকারকে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। দেশে এখন একদলীয় শাসন ব্যবস্থা চলছে। যা জনগন কখনোই মেনে নেবে না। ফলে আগামীদিনে বিএনপির সুদিন ফিরে আসবে। এ জন্য বিএনপি নেতাকর্মীদের কে ঐক্যবন্ধভাবে কাজ করতে হবে। ৯ জুলাই রবিবার বগুড়ার গাবতলী দক্ষিণপাড়ার উজগ্রাম বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় কক্ষে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। দক্ষিনপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. নুহু আলম সরদারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন গাবতলী থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক একেএম আক্তারুজ্জামান লিটন, আরিফুর রহমান মজনু ও থানা ছাত্রদলের সাধারন সম্পাদক মোরশেদ আল আমিন লেমন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা তরিকুল ইসলাম পিন্টু, আব্দুল হান্নান, শাহ আলম রাসেল, ফুল মিয়া, ডা. সাইফুল ইসলাম, খলিলুর রহমান ও আনছার আলী প্রমূখ।
এরপূর্বে প্রধান অতিথি সাবেক এমপি লালু’কে বিএনপি ও অঙ্গদলের পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা প্রদান করা হয়।