সোমবার ● ১০ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » মাটিরাঙ্গায় সাংবাদিকের ওপর হামলাকারী যুবলীগ নেতা শওকত আকবর বহিস্কার
মাটিরাঙ্গায় সাংবাদিকের ওপর হামলাকারী যুবলীগ নেতা শওকত আকবর বহিস্কার
খাগড়াছড়ি প্রতিনিধি :: (২৬ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.১৬মি.)খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সাংবাদিক অন্তর মাহমুদ’র উপর সন্ত্রাসী হামলার ঘটনায় প্রাথমিক সদস্য পদসহ মাটিরাঙ্গা উপজেলা যুবলীগের সহ সভাপতি পদ থেকে শওকত আকবরকে বহিস্কার করা হয়েছে বলে জানা গেছে। খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলায় সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সাংবাদিক নুর নবী প্রকাশ অন্তর মাহমুদ উপজেলা কৃষি অফিস থেকে পেশা গত দায়িত্ব পালন শেষে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফিরলে সেখানে পূর্বথেকে অবস্থান নেন মাটিরাঙ্গা যুব লীগের সহ সভাপতি শওকত আকবর।
অন্তর মাহমুদ তার দোকানের শাটার খুলতে গেলে পাশের কুলিং কর্ণারের সামনে রাখা জ্বালানী কাঠের বোঝা থেকে লাঠি বের করে এলোপাথাড়ি আঘাত করেন চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাটিরাঙ্গা থানার দালাল শওকত আকবর। আর বলতে থাকেন ৪০ হাজার টাকা দিলিনা কেন ? টাকা দে। তোর কোন বাবা আজ তোকে বাঁচায় আমি দেখব। আমি মাটিরাঙ্গার সকল সাংবাদিকদের বংশ ধ্বংস করে দিব।
আমাদের খাগড়াছড়ি প্রতিনিধি মো. মাইনউদ্দিন জানান, খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে.এম ইসমাইল হোসেন তার ব্যাক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইস বুকে স্টাটাস দিয়ে বহিস্কারের তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে খাগড়াছড়ি জেলা যুব লীগের সাধারণ সম্পাদক কেএম ইসমাইল হোসেন’র সাথে যোগাযোগ করা হলে তিনি সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, যুবলীগে সন্ত্রাসীর কোন স্থান নেই। আমরা এই ঘটনার জন্য সাংবাদিক ভাইদের কাছে দুঃখ প্রকাশ করছি।