সোমবার ● ১০ জুলাই ২০১৭
প্রথম পাতা » জাতীয় » ময়মনসিংহ থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করবেন সিইসি
ময়মনসিংহ থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করবেন সিইসি
ময়মনসিংহ অফিস :: (২৬ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১.৪৫মি.) ময়মনসিংহ সদর উপজেলা থেকে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা। এ মাসের ২৫ তারিখ থেকেই ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু হবে । ওইদিন সকাল ১১টায় সিইসির সঙ্গে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিত থাকার কথা রয়েছে ময়মনসিংহ সদর উপজেলার এ কার্যক্রমে।
ইসির সহকারী সচিব মোঃ মোশাররফ হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি রবিবার (৯ জুলাই) ময়মনসিংহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।
এর আগে, গত বুধবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেলারেল (অবঃ) শাহাদাত হোসেন চৌধুরী সাংবাদিকদের বলেন, আসন্ন জাতীয় সংসদ সংসদ নির্বাচনকে সামনে রেখে এ কার্যক্রম শুরু হচ্ছে।
২০১৮ সালের ১ জানুয়ারি যাদের বয়স ১৮ বছর বা তার বেশি হচ্ছে, বাড়ি বাড়ি গিয়ে তাদের তথ্য সংগ্রহ করা হবে। তথ্য সংগ্রহের এ কাজ চলবে ২৫ জুলাই থেকে ৯ আগস্ট পর্যন্ত। এবার হালনাগাদে বাদপড়াদের অন্তর্ভুক্ত করা হবে পাশাপাশি ভোটার তালিকা থেকে মৃত ভোটারের নাম বাদ দেওয়া হবে।
শাহাদাত হোসেন চৌধুরী আরও বলেন, ইউনিয়ন কাউন্সিল বা কোনো দলের পার্টি অফিসে বসে ভোটার তালিকার হালনাগাদের কাজ করা যাবে না। আইনেই আছে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন। তাই কেউ এর ব্যতিক্রম করলে তা দন্ডনীয় অপরাধ আওতায় পড়বেন। তার বিরদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, আমরা চাচ্ছি আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে করা ভোটার তালিকাটা যেনো নির্ভুল থাকে। সামনেই নির্বাচন, যাতে ভোটার তালিকা নিয়ে কোন প্রশ্ন না থাকে।
ইসির দেওয়া তথ্যমতে দেশে বর্তমানে ১০ কোটি ১৮ লাখের মতো ভোটার রয়েছে।