বুধবার ● ১৮ নভেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » আলীকদমে পিএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন
আলীকদমে পিএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:: পার্বত্য বান্দরবানের আলীকদম উপজেলায় নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২০১৫ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পর্ন হয়েছে ৷ এ উপলক্ষে বুধবার দুপুর বারটায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাসুদেব কুমার সানা ৷ মোঃ জাহাঙ্গীর আলম বাদসার সভাপতিত্বে ও সহকারী শিক্ষক তৌফিকুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ বিদায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউআরসি প্রশিক্ষক মোঃ আলমগীর, প্রধান শিক্ষক ফোরকান আরা বেগম জোসনা, ইউপি সদস্য আনোয়ার ইসলাম মনু, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি কফিল উদ্দিন, জুলফিকার আলী ভুট্টো, মোঃ নুরুল ইসলাম, আলীকদম প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মমতাজ উদ্দিন আহামেদ ও সাংবাদিক হাসান মাহমুদ প্রমূখ ৷
অনুষ্ঠানে বক্তারা বিদ্যালয়ের বিগত বছরের ইতিহাস তুলে ধরে বলেন, এবছর বিদ্যালয়ের ৫০ বছর ফুর্তি হয়েছে ৷ ঐতিহ্যবাহী এ বিদ্যালয়টি বিগত চার বছর ধরে উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ের সম্মান পেয়ে আসছে ৷ তাছাড়া চলতি বছরে বিদ্যালয়ে জেলা পর্যায়েও শ্রেষ্ঠ হওয়ার গৌরব অর্জন করেছে ৷ তাই এবিদ্যালয়কে দিন দিন আরো প্রশংসনীয় অবস্থানে আরোহনের জন্য শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের প্রতি আহবান জানান ৷ পরে এক প্রীতিভোজের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত হয় ৷
আপলোড : ১৮ নভেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : রাত ৯.৩৫ মিঃ