মঙ্গলবার ● ১১ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে ডিএসবি’র এসআই ফিরোজের বিরুদ্ধে স্ত্রী’র সংবাদ সম্মেলন
ময়মনসিংহে ডিএসবি’র এসআই ফিরোজের বিরুদ্ধে স্ত্রী’র সংবাদ সম্মেলন
ময়মনসিংহ অফিস :: (২৭ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.৫৬মি.) ময়মনসিংহ পুলিশের বিশেষ গোয়েন্দা (ডিএসবি) শাখার এসআই ফিরোজ আহমেদের বিরুদ্ধে স্ত্রী নির্যাতন ও সন্তানকে বরণ পোষন না দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে তার স্ত্রী রাজিয়া সুলতানা রুমা।
ময়মনসিংহ প্রেসক্লাবে ৯ জুলাই রবিবার দুপুরে এ সংবাদ সম্মেলন করে এ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অন্য এক নারী কনস্টেবলের সাথে পরকিয়ার অভিযোগ করেন।এসব অভিযোগ প্রাথমিক সত্যতা পাওয়ায় তাকে সাময়িক বহিস্কার (সাসপেন্ড) করা হয়েছে।
লিখিত বক্তব্যে রুমা আরও জানান, জামালপুরের সরিষাবাড়ীর আঃ করিম মেম্বারের ছেলে ফিরোজ আহমেদের সাথে ২০১০ সালের ২১ জানুয়ারী তার বিয়ে হয়। বিয়ের তথ্য গোপন করে ঐ বছরের জুন মাসে তিনি পুলিশের এসআই পদে যোগদান করেন।
ভৈরবে চাকরিকালীন এক নারী কনস্টেবলের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন ফিরোজ আহমেদ। বিষয়টি নিয়ে প্রতিবাদ করলে তাকে শারিরীক নির্যাতনের স্বীকার হতে হয়। এরপর অন্তঃসত্ত্বা অবস্থায় তাকে ঘরে আটকে রাখেন ফিরোজ।
সংবাদ সম্মেলনে রুমা আরো জানান, বিষয়টি থানা ওসিকে জানালে ফিরোজকে হোসেনপুর থানায় বদলি করা হয়। সেখানেও ওই নারী কনস্টেবলকে বদলি করে নিয়ে যান তিনি।সেখানেও তাদের অনৈতিক সম্পর্ক গড়ে উঠলে বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হলে ফিরোজকে কিশোরগঞ্জ সদরে পোস্টিং দেন এবং ওই নারী কনস্টেবলকে করিমগঞ্জ থানায় বদলি করা হয়।
বিষয়টি পারিবারিকভাবে জানালে শ্বশুড়বাড়ির লোকজন তার ওপর ক্ষিপ্ত হন। এরপর ফিরোজ মুক্তাগাছা থানায় যোগদান করে ময়মনসিংহ শহরের কাঠগোলা এলাকার আরেক মেয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন।
সর্বশেষ ময়মনসিংহ ডিএসবিতে যোগদান করে রুমা নামে জামালপুরের মাদারগঞ্জে এক মেয়েকে বিয়ে করে ঘর-সংসার শুরু করে শহরের বিভিন্ন আত্মীয়-স্বজনের বাসায়।
রুমা আরো জানান, এ নিয়ে তিনি পুলিশের আইজিপিসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ ও আদালতে মামলা দায়ের করেছেন। এদিকে ফিরোজ আহমেদ অভিযোগসহ মামলা প্রত্যাহারে তাকে হুমকি দিচ্ছে বলেও সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে তার স্বামীর কঠোর বিচার দাবী করেছেন। এ সময় রুমার মা মঞ্জুরা বেগম, শিশু কন্যা আফিয়া ইবনাত ফাইজা, নারী নেত্রী নুরুন্নাহার রোজি, রাবেয়া আক্তার উপস্থিত ছিলেন।
ময়মনসিংহের পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এ নারীর অভিযোগ সম্পর্কে বলেন, প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে। তদন্ত শেষে চুড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে।