মঙ্গলবার ● ১১ জুলাই ২০১৭
প্রথম পাতা » অপরাধ » কাশ্মীর ন্যাশনাল হাইওয়ে এলাকায় হাই এলার্ট জারি
কাশ্মীর ন্যাশনাল হাইওয়ে এলাকায় হাই এলার্ট জারি
অনলাইন ডেস্ক :: জম্মু-কাশ্মীরের অনন্তনাগে হামলার পরেই সাউথ ব্লকে স্বরাষ্ট্র মন্ত্রক ও প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ৷ সূত্রের খবর, বৈঠকে থাকতে পারেন স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং ও প্রতিরক্ষা মন্ত্রী অরুণ জেটলি ৷
পুলিশের অনুমান হামলার পিছনে রয়েছে পাক মদত পুষ্ট জঙ্গিরা৷ তাদের খোঁজে ইতিমধ্যেই নাকা তল্লাশি শুরু করেছে পুলিশ ও সেনা ৷ ব্লকে দেওয়া হয়েছে শ্রীনগর ও জম্মু-কাশ্মীর ন্যাশনাল হাইওয়ে ৷ আশপাশের এলাকায় জারি হয়েছে হাই এলার্ট৷ বন্ধ করে দেওয়া হয়েছে এলাকার ইন্টারনেট ব্যবস্থা৷ তবে সাউথ ব্লকের বৈঠক ঘিরে তৈরি হয়েছে রহস্য ৷ অনুমান করা হচ্ছে সন্ত্রাসবাদীদের যোগ্য জবাব দিতে তৈরি হচ্ছে গোপন কোনও পরিকল্পনা ৷ সূত্রের খবর, খোলা হয়েছে এরকটি কন্ট্রোল রুম ৷ যেখান থেকে সমস্ত বিষয়টি কন্ট্রোল করবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল ৷
১০ জুলাই সোমবার সন্ধ্যায় অনন্তনাগ জেলার পুলিশ পার্টিতে হামলা চালায় জঙ্গিদের একটি দল৷ তারপরে হামলা হয় কাছের হাইওয়েতে ৷ পাল্টা উত্তর দেয় ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশ ৷ দু’পক্ষের মধ্যে গুলির লড়াইয়ের মাঝে পড়ে যায় অমরনাথ যাত্রী ভর্তি একটি বাস ৷ সূত্রের খবর, এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে সাত অমরনাথ যাত্রীর, গুরুতর জখম অনেক৷ তাদের নিয়ে যাওয়া হয়েছে কাছের হাসপাতালে ৷ এখনও চলছে দু’পক্ষের মধ্যে গুলির লড়াই ৷