মঙ্গলবার ● ১১ জুলাই ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ভূমিধসে ক্ষতিগ্রস্থদের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ
রাঙামাটিতে ভূমিধসে ক্ষতিগ্রস্থদের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ
ষ্টাফ রিপোর্টার :: (২৭ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৩৬মি.) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি জেলা ইউনিট, রেড ক্রিসেন্ট আন্দোলনের প্রচার ও প্রসারকে সমুন্নত রেখে রাঙামাটিতে ভূমি ধসে অধিক ক্ষতিগ্রস্থদের মধ্য থেকে যাছাই বাছাই করে উপকারভোগী কার্ড বিতরণ পূর্বক ১১ জুলাই মঙ্গল বার সকালে শহরের পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সামনে ১শত পরিবার ও দুপুরে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সামনে ২শত পরিবার সর্বমোট ৩শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরন করা হয়। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল প্রতি পরিবারের জন্য ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১কেজি চিনি, ১কেজি লবন, কেজি সুজি ও ১ লিটার তৈল।
ত্রাণ সামগ্রী বিতরণ কাজে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য অর্থ ও যুগ্ম সচিব শাহীনুল ইসলাম, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. সাদেক হোসেন, রাঙামাটি চেম্বার অব কমার্সের সভাপতি বেলায়েত হোসেন বেলাল, ইউনিট সেক্রেটারী এম.বখতেয়ার উদ্দিন, সদস্য রেজাউল করিম রেজা, ডা. গঙ্গা মানিক চাকমা, নাইউ প্রু মার্মা মেরি, ইউনিট কর্মকর্তা এ.কে.এম.আজরু উদ্দিন সাফ্দার ও জাতীয় সদর দপ্তর এনডিআরটি সদস্য মো. নুরুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন।
রাঙামাটি জেলা ইউনিট রেড ক্রিসেন্ট সূত্র জানিয়েছেন ত্রাণ বিতরণে আর্থিক সহায়তা প্রদান করেন বাংলা লিংক।