বুধবার ● ১২ জুলাই ২০১৭
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানের মোরায় ক্ষতিগ্রস্থদের ৫০ লক্ষ টাকা দেবে দাতা সংস্থা
বান্দরবানের মোরায় ক্ষতিগ্রস্থদের ৫০ লক্ষ টাকা দেবে দাতা সংস্থা
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (২৮ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১২.১২মি.) বান্দরবান জেলায় ঘুর্ণিঝড় মোরায় ক্ষত্রিগস্থ ১ হাজার পরিবারকে ৫ হাজার টাকা করে মোট ৫০ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেবে ইউএনডিপি’র চিটাগং হিল ট্রাক্ট ডেভালপমেন্ট ফান্ড (সিএইচটিডিএফ)। এর মধ্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা পাবে ৩শ পরিবার, লামা ৪‘শ পঞ্চাশ পরিবার ও আলীকদম ২’শ পঞ্চাশ পরিবার ৫ হাজার টাকা করে অনুদানের এই টাকা পাবে। ১১ জুলাই মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এবিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
ইউএনডিপি উপজেলা সমন্মায়ক উইলিয়াম মার্মার সঞ্চালনায় অনুষ্ঠিত একর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নায়িরুজ্জামান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান কাইনথপ ম্রো, ইউএনডিপি’র বান্দরবান জেলা ব্যবস্থাপক খুশিরায় ত্রিপুরা। এছাড়াও চার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপসিস্থত ছিলেন। কর্মশালায় উপজেলার চারশ চার জনের একটি তালিকা থেকে ২০৫ জনের নামের তালিকা চুড়ান্ত করা হয় এবং আগামী ১৮ জুলাই টাকা বিতরণের জন্য দিন দার্য্য করা হয়।