বুধবার ● ১২ জুলাই ২০১৭
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুর সিটির বিএনপি সমর্থক ৬ কাউন্সিলর কারাগারে
গাজীপুর সিটির বিএনপি সমর্থক ৬ কাউন্সিলর কারাগারে
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৮ আষাঢ় ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১.০২মি.) বাসে অগ্নিসংযোগের মামলায় গাজীপুর সিটি কর্পোরেশনের ৬ বিএনপি সমর্থক কাউন্সিলরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
১১ জুলাই মঙ্গলবার সকালে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোঃ ইকবাল হোসেন এ আদেশ দেন।
তারা হলেন- গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ডের কাউন্সিলর তানভীর আহমেদ, ৫৩ নং ওয়ার্ডের মো. শফিউদ্দিন, ৫৪ নং ওয়ার্ডের শেখ মোহাম্মদ আলেক, ১৫নং ওয়ার্ডের ফয়সাল আহমেদ সরকার, ২৬নং ওয়ার্ডের হান্নান মিয়া হান্নু ও ২০ নং ওয়ার্ডের মো. শহিদুল ইসলাম।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, ২০১৬ সালের ১৫ এপ্রিল জয়দেবপুর চান্দনা চৌরাস্তায় একটি বাসে অগ্নিসংযোগের ঘটনায় পুলিশের এসআই আহাদুল ইসলামের করা মামলায় চার্জশিটভুক্ত ৮ কাউন্সিলর মঙ্গলবার সকালে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে আত্মসমর্পণ করেন।
শুনানি শেষে ওই আদালতের বিচারক ৬ জনের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
অপর দুই আসামি সংরক্ষিত ৩নং ওয়ার্ডের কাউন্সিলর শিরিন চাকলাদার ও ৪২নং ওয়ার্ডের কাউন্সিলর সুলতান উদ্দিন আহাম্মেদের জামিন মঞ্জুর করেন।